বিমানের টিকেট রি-ইস্যু

কম খরচে এবং স্বল্প সময়ে আপনার যে কোন আন্তর্জাতিক ফ্লাইটের তারিখ পরিবর্তন, ডেট চেঞ্জ বা টিকেট রি-ইস্যু করুন GoArif ট্রাভেল এর মাধ্যমে। সৌদি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ, কাতার এয়ারলাইন্স সহ বিশ্বের সকল এয়ারলাইন্সের টিকেট এর তারিখ পরিবর্তন করা হয়।
টিকেট রি-ইস্যু - Goarif

সচরাচর জিজ্ঞাস্য

বিমানের টিকেট রি-ইস্যু নিয়ে সাধারণ প্রশ্ন-উত্তর

টিকেট রি-ইস্যু হচ্ছে, পুনরায় টিকেট করা। মানে, একটি এয়ারলাইন্স যাত্রার তারিখ পরিবর্তন যার জন্য একটি সম্পূর্ণ নতুন টিকিট ইস্যু করার প্রয়োজন হয়, সাধারণত একজন ভ্রমণকারী ভ্রমণের তারিখ এবং তার ফ্লাইট নম্বর বা মূল্য পরিবর্তন করার মাধ্যমে এটি করে থাকেন।

 

বিষয়টি আরও সহজ করে বললে, মনে করুন একজন যাত্রী নভেম্বর মাসের ৫ তারিখ রিয়াদ যাওয়ার জন্য সৌদি এয়ারলাইন্সে টিকেট করেছেন। এখন কোন একটা সমস্যার জন্য তিনি নভেম্বর মাসের ৫ তারিখ না গিয়ে নভেম্বর মাসের ১০ তারিখ যেতে চান। এখানে এই যে ৫ তারিখ পরিবর্তন করে ১০ তারিখ যেতে চাচ্ছেন এটাই রিইস্যু বা, ডেট চেঞ্জ অথবা তারিখ পরিবর্তন।

আরও: ভ্রমণ সেবা

আমরা সৌদি এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ, কাতার এয়ারলাইন্স সহ বিশ্বের সকল এয়ারলাইন্সের টিকেট এর তারিখ পরিবর্তন করে থাকি।

আমরা নূন্যতম ১০ মিনিট থেকে শুরু করে ৪৮ ঘন্টা পর্যন্ত সময় নিয়ে থাকি। এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী সময় কম বেশি হয়ে থাকে।

বিমানের টিকেটের তারিখ পরিবর্তন বা রি-ইস্যু করতে উপরের ফর্ম টি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন অথবা অনুগ্রহ করে আমাদের info@goarif.com এ ইমেল করুন বা কল করতে পারেন +88 01610-515898 নাম্বারে। পৃথক এয়ারলাইন্সের নীতি অনুযায়ী, তারিখ পরিবর্তনের প্রক্রিয়া পরিবর্তিত হয়।

টিকেট রি-ইস্যুর ক্ষেত্রে ৩ ধরনের চার্জ যুক্ত করা হয়।

১। এয়ারলাইন্স চার্জ: এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত চার্জ
২। ডিফারেন্স অফ ফেয়ার: পূর্বের টিকেটের মূল ভাড়া এবং নতুন ফ্লাইটের ভাড়ার মধ্যে পার্থক্য।
৩। সার্ভিস চার্জ: GoArif ট্রাভেল কর্তৃক সার্ভিস চার্জ।

সুতরাং, এয়ারলাইন্স চার্জ + ডিফারেন্স অফ ফেয়ার + সার্ভিস চার্জ = রি-ইস্যু চার্জ।

ডিফারেন্স অফ ফেয়ার হচ্ছে, আপনার পূর্বের টিকেটের মূল ভাড়া এবং আপনার নতুন ফ্লাইটের ভাড়ার মধ্যে পার্থক্য। অর্থাৎ, নতুন ভাড়া থেকে আগের ভাড়া বাদ দিলে যা হবে তা।

 

যেমন,

 

নতুন ভাড়া – আগের ভাড়া = ডিফারেন্স অফ ফেয়ার
৩২,০০০ – ৩০,০০০ = ২,০০০

 

তাহলে এখানে আমরা ডিফারেন্স অফ ফেয়ার পেলাম ২,০০০ টাকা। এই টাকা এয়ারলাইন্সের নির্ধারিত রি-ইস্যু চার্জের সাথে যোগ হবে।

টিকেট রি-ইস্যুর জন্য অবশ্যই নিম্নলিখিত নথিগুলি প্রদান করতে হবে:

  • বৈধ পাসপোর্টের কপি (কমপক্ষে ৬ মাস মেয়াদ)
  • ভিসা/পারমিট/আকামা এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র।

দ্রষ্টব্য: আমরা আপনার দেয়া ভিসা এবং পাসপোর্টের কপি কারও সাথে শেয়ার করি না এবং যখন কাজের আর প্রয়োজন হয় না তখন আমরা সেগুলি মুছে ফেলি।