বাংলাদেশে একাকী ভ্রমণ কারীদের তালিকা (Solo Traveler List in Bangladesh) -য় বর্তমানে কে কে আছেন এই নিয়ে আজকের ভ্রমণ বিবিধ।
ভ্রমণ বিবিধ এর আরও পোস্ট গুলো দেখুন। এছাড়া বাংলাদেশের সেরা ট্রাভেল ব্লগ সাইট এর লিস্ট গুলো দেখতে পারেন।
তাহলে চলুন একাকী ভ্রমণ কারীদের এর সাথে পরিচিত হওয়া যাক। কে কে রয়েছেন এই লিস্টে?
লিস্ট দেয়ার আগে বলে নেই, বাংলাদেশে কিন্তু খুব বেশি প্রফেশনাল ট্রাভেলার নেই! তবে অনেকেই চেষ্টা করছেন ভ্রমণ কে পেশা হিসেবে নেয়ার জন্য। তাদের ভিতরে বেশির ভাগ রয়েছেন Solo Traveler।
Solo Traveling মানে কি? পড়ুন।
একাকী ভ্রমণ কারীদের তালিকা: বাংলাদেশ
অনেক কথা হল, এবার আমরা দেখবো বাংলাদেশে একাকী ভ্রমণ কারীদের তালিকায় কে বা কারা রয়েছেন। চলুন শুরু করা যাক…
একাকী ভ্রমণ কারীদের তালিকা
ভ্রমণ কারীর নাম | ওয়েবসাইট |
---|---|
আরিফ হোসেন | goarif.com |
লাবিব ইত্তিহাদুল | labib.me |
জাকির হোসাইন | jakir.me |
হাসিব | ghurbaz.com |
মেহেদী হাসান | mhmehedi.com |
আশরাফুল আলম | alamashraful.com |
আপাতত এই কয়েকজনের নামই ছিল আমার কাছে যে গুলো আমি গুগল করে পেয়েছি। তবে, বাংলাদেশে ইউটিউব ট্রাভেল ব্লগার বা ভিডিও ট্রাভেল ব্লগার এর সংখ্যা দিন দিন বাড়ছে। এটা সত্যি আনন্দের।
আপনি বা আপনার পরিচিত কোন বাংলাদেশী Solo Traveler থাকলে এই পোস্টের নিচে কমেন্ট বক্সে ভ্রমণ কারীর নাম এবং ওয়েবসাইট লিংক দিতে ভুলবেন না।
আপনার দেয়া নাম এবং ওয়েবসাইট লিংক যাচাই করে পোস্টে সংযুক্ত করে দিব। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। হ্যাপি ট্রাভেল ব্লগার। ধন্যবাদ।
ফেসবুক: Wilep
আরও পড়ুন:
- ২৪-ঘন্টা থেকে ১২-ঘন্টা সময় ফরম্যাট
- মানা বে ওয়াটার পার্ক, মুন্সীগঞ্জ
- কুয়াকাটা সমুদ্র সৈকত – পটুয়াখালী, বরিশাল
- রাতারগুল ভ্রমণ টিপস
- নিকলী হাওর, মিঠামইন এবং অষ্টগ্রাম ভ্রমণ – কিশোরগঞ্জ
- ভ্রমণের পূর্বে যে ৭টি টিপস আপনার জানা প্রয়োজন
- ঈশ্বর রাজ্য কেরল থেকে বাংলার বাড়ি প্রত্যাগমন (ভারত)
- ইলিশ খেতে মাওয়া ফেরি ঘাট, মুন্সিগঞ্জ
- তারুয়া সমুদ্র সৈকত – চরফ্যাশন, ভোলা
- লেঙ্গুরা, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি – নেত্রকোনা, ময়মনসিংহ
- পীর ও পার্বতীর পাহাড়ে
- একদিনে সুনামগঞ্জ ভ্রমণ
- ক্ষণিকের যাত্রা
- গুলিয়াখালী সমুদ্র সৈকত – সীতাকুণ্ড, চট্টগ্রাম
- মোহনপুর পর্যটন লিমিটেড – মতলব উত্তর, চাঁদপুর
- হামিদ মিয়া জমিদার বাড়ি ভ্রমণ, চাঁদপুর
- বালিয়াটি জমিদার বাড়ি ভ্রমণ
- পাকুটিয়া জমিদার বাড়ী – টাঙ্গাইল
- পাকুটিয়া জমিদার বাড়ী ভ্রমণ – টাঙ্গাইল
- বালিয়াটি জমিদার বাড়ি – মানিকগঞ্জ
- বাংলাদেশের ৬৪ জেলার দর্শনীয় স্থান
- রাত ২টা ৫২ মিনিট!
- সুন্দরবনে হারিয়ে যাওয়া ৬ কিশোরের শ্বাসরুদ্ধকর ভ্রমণ কাহিনী
- বক্সনগর ত্রিপুরা, ভারত
- টাকা জাদুঘর – মিরপুর, ঢাকা
- গোলাপ গ্রাম ভ্রমণ – সাদুল্লাপুর, বিরুলিয়া, সাভার
- ইলিশ মাছ নিয়ে কবিতা
- জাতীয় উদ্ভিদ উদ্যান – মিরপুর, বাংলাদেশ
- মায়াদ্বীপ ভ্রমণ – নুনেরটেক, সোনারগাঁ
- গোয়ালদি মসজিদ – সোনারগাঁ, নারায়ণগঞ্জ
আমি নিয়মিত ফিড রিডার দিয়ে আপনার ব্লগ ফলো করি। আমার নিজে একজন এন্ট্রি লেভেলের ট্রাভেলার। আর আমার স্বল্প গিয়ানে অন্যদের হেল্প করি ব্লগের মাধ্যমে। আমাকেও রিভিউ লিস্ট করা যায় কিনা দেখবেন। 🙂
https://nirbodh.com
আর সাইটের লিংকগুলা হাইপারলিংক করা গেলে ভাল হয়। 🙂
ধন্যবাদ সাইফুল ভাই। জেনে খুশি হলাম যে আপনি একজন ট্রাভেলার। আপনার সাইটি যাচাই করে রিভিউ লিস্টে দেয়ার চেষ্টা করব।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।