GoArifGoArifGoArif
  • দর্শনীয় স্থান
    • বাংলাদেশ
      • ঢাকা
        • ঢাকা
        • মুন্সিগঞ্জ
        • নারায়ণগঞ্জ
        • মানিকগঞ্জ
        • টাঙ্গাইল
      • চট্টগ্রাম
        • চাঁদপুর
        • কক্সবাজার
        • চট্টগ্রাম
      • খুলনা
        • বাগেরহাট
        • সাতক্ষীরা
      • সিলেট
        • সিলেট
        • মৌলভীবাজার
      • রাজশাহী
        • বগুড়া
      • বরিশাল
        • পটুয়াখালী
    • ভারত
  • ভ্রমণ টিপস
    • ভ্রমণ কাহিনী
    • ভ্রমণ গাইড
    • ভ্রমণ বিবিধ
  • ভ্রমণ সেবা
    • বিমানের টিকেট
      • টিকেট রি-ইস্যু
    • ট্যুর প্যাকেজ
      • সুন্দরবন ট্যুর প্যাকেজ
    • ভিসা পরামর্শ
    • এয়ার টিকেট ম্যানেজমেন্ট
  • যোগাযোগ
  • সম্পর্কে
  • ট্যুর প্যাকেজ
পড়তেছেন: মোহনপুর পর্যটন লিমিটেড – মতলব উত্তর, চাঁদপুর
ফন্ট রিসাইজারঅ
GoArifGoArif
ফন্ট রিসাইজারঅ
অনুসন্ধান করুন
  • ভ্রমণ টিপস
    • ভ্রমণ কাহিনী
    • ভ্রমণ গাইড
    • ভ্রমণ বিবিধ
    • ভ্রমণ গ্যালারি
    • ভ্রমণ ফটোগ্রাফি
  • ভ্রমণ সেবা
    • বিমানের টিকেট
    • টিকেট রি-ইস্যু
    • ট্যুর প্যাকেজ
    • সুন্দরবন ট্যুর প্যাকেজ
অনুসরণ করো
  • সম্পর্কে
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • ডিসক্লেইমার
  • মন্তব্য নীতি
আমি আরিফ (GoArif), বাংলাদেশি ট্রাভেল ইনফ্লুয়েন্সার। দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড, বিমানের টিকেট, ভিসা পরামর্শ, ট্যুর প্যাকেজ, ছবি ও টিপস শেয়ার করি।

Helpline: 01610515898

হোমপেজ > চাঁদপুর > মোহনপুর পর্যটন লিমিটেড – মতলব উত্তর, চাঁদপুর

চাঁদপুর

মোহনপুর পর্যটন লিমিটেড – মতলব উত্তর, চাঁদপুর

13 মিনিটে পড়া যাবে 10
শেয়ার করুন
মোহনপুর পর্যটন লিমিটেড - মতলব উত্তর, চাঁদপুর - Goarif

মোহনপুর পর্যটন লিমিটেড (ইংরেজি: Mohanpur Parjatan LTD.) বা, মোহনপুর পর্যটন কেন্দ্র – মতলব উত্তর, চাঁদপুর থেকে ভ্রমণ করে আসলাম। এই স্থানটি মিনি কক্সবাজার মোহনপুর নামেও পরিচিত।

পরিচ্ছেদসমূহ
মোহনপুর পর্যটন লিমিটেড ভ্রমণমোহনপুর ভ্রমণ প্রস্তুতিমোহনপুর পর্যটন কেন্দ্রমোহনপুর পর্যটন লিমিটেড ভ্রমণে যা দেখলামমোহনপুর রিভার বীচস্পিডবোর্ড রাইডপর্যটন লিমিটেড এর পরিবেশদেখার মত কি কি আছেরিভার ক্রুজ প্যাকেজরিভার ক্রুজ প্যাকেজ মূল্যপ্যাকেজ এর সাথে যা যা রয়েছেথিম পার্কমাছ ধরাবারবিকিউ জোননিরাপত্তা ব্যবস্থাখাবার ব্যবস্থাকোথায় থাকবেনমোহনপুর কিভাবে যাবেননৌপথসড়কপথমোহনপুর পর্যটন কেন্দ্র ভ্রমণ টিপসভ্রমণ জিজ্ঞাসামোহনপুর ভ্রমণ ভিডিও

এখানে সবচেয়ে চমৎকার দৃশ্য হল, আপনি নদীর পাড়ে দাড়িয়ে সূর্যাস্ত (Sunset) দেখতে পাবেন!

আজকের ভ্রমণে আমি মোহনপুর পর্যটন লিমিটেড নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। দর্শনীয় স্থান হিসেবে কেমন, দেখার মত কি কি আছে, কত টাকা প্রবেশ ফি, কিভাবে যাবেন, ভ্রমণ টিপস -এ সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে।

মোহনপুর ভ্রমনে রয়েছি আমি আরিফ হোসেন (GoArif) এবং আমার সাথে রয়েছে নাদিম আলমাহমুদ (দাদো)। চলুন ভ্রমণ শুরু করা যাক…

আরও: মায়াদ্বীপ ভ্রমণ – নুনেরটেক, সোনারগাঁ

মোহনপুর পর্যটন লিমিটেড - Goarif
মোহনপুর পর্যটন লিমিটেড

মোহনপুর পর্যটন লিমিটেড ভ্রমণ


ভ্রমণ স্থানমোহনপুর পর্যটন লিমিটেড
ধরনদর্শনীয় স্থান
অবস্থানমোহনপুর, মতলব উত্তর, চাঁদপুর, বাংলাদেশ
স্থাপিত২০২০ সাল
ব্যবস্থাপনা পরিচালককাজী মো. মিজানুর রহমান
ঢাকা থেকে দূরত্ব১০৮ কিলোমিটার (সড়কপথ)
প্রবেশ মূল্য১০০ টাকা
ড্রোন উড়ানো যাবেহ্যাঁ
খোলা থাকার সময়সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত
হটলাইন০১৮৯৪-৯৪৪২১১, ০১৮৯৪-৯৪৪২১৩
ফুড ম্যানেজার০১৮৯৩৪৪৮০৮০, ০১৬১৫০১২৮০২

মোহনপুর ভ্রমণ প্রস্তুতি

একনজরে মোহনপুর সম্পর্কে জানলাম এবার চলেন ভ্রমণ প্রস্তুতি সম্পর্কে জানা যাক। আমার বাড়ি চাঁদপুর জেলায়। আমার বাড়ি থেকে মোহনপুর খুব একটা দূরে নয়। একসময় এখানে বন্ধুরা মিলে ঘুরতে আসতাম। নদীতে গোসল করতাম। তখন অবশ্য এতো কিছু ছিল না।

ঢাকা থেকে বেশ কিছুদিন পর বাড়ি এসেছি। আর এখানে নতুন করে পর্যটন কেন্দ্র হয়েছে তাও জানতে পেরেছি। একদিন সময় করে দুপুরে লাঞ্চ শেষে দাদো কে নিয়ে মোটরসাইকেলে করে চলে আসলাম। নিজের থানায় নতুন পর্যটন কেন্দ্র হয়েছে ভেবে ভালোই লাগছিল।

মোহনপুর পর্যটন কেন্দ্র

আমরা মোটরসাইকেলে করে মোহনপুর পর্যটন কেন্দ্র চলে আসলাম। এটা মোহনপুর লঞ্চঘাট এর উত্তর পাশে গড়ে উঠেছে। পূর্ব পাশে প্রধান সড়ক। পশ্চিমে নদীর পাড় ঘেষে বিশাল আয়তন নিয়ে এই পর্যটন লিমিটেড গড়ে উঠেছে।

এখানে নতুন একটি ইলিশ ভাস্কর্য বানানো হয়েছে। গাড়ি পার্কিং এর জন্য দক্ষিণ পুর্ব পাশে বিশাল জায়গা রয়েছে। গাড়ি পার্কিং ফি দিয়ে আপনাকে একটি টোকেন নিতে হবে। আবার, চলে যাবার সময় সেই টোকেন দেখিয়ে আপনাকে গাড়ি নিতে হবে। এখানে টোকেন ফি আগেই দিতে হয়।

মোহনপুর পর্যটন কেন্দ্র - Goarif
গাড়ি পার্কিং

আমরা মোটরসাইকেল রেখে টোকেন নিয়ে হেটে চলে আসলাম পর্যটন লিমিটের এর প্রধান ফটকে। এদিক দিয়ে শুধু প্রবেশ করতে পারবেন কিন্তু বের হতে হবে অন্য গেইট দিয়ে।

মোহনপুর পর্যটন কেন্দ্র - Goarif
প্রধান ফটক

হাতের বা’পাশেই টিকিট কাউন্টার রয়েছে। মোহনপুর পর্যটন লিমিটেড এর প্রবেশ ফি জনপ্রতি ১০০ টাকা। আমরা কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। এখন পর্যটন কেন্দ্রে প্রবেশের পালা।

মোহনপুর পর্যটন লিমিটেড ভ্রমণে যা দেখলাম

টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে প্রথমেই আপনার চোখ যাবে গরিলা ভাস্কর্যের দিকে। অনেকটা মুখ ভেংচি করা ভাব নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে গরিলাটা।

মোহনপুর পর্যটন লিমিটেড ভ্রমণে যা দেখলাম - Goarif

তার পিছনে পর্যটক এর জন্য বিশাল বড় এক রেস্তোরা রয়েছে নাম: THE SHIP INN।

The Ship Inn - Goarif
THE SHIP INN

এদিক দিয়ে হাতের বা’দিকে গেলে আপনি এই পর্যটন এড়িয়া থেকে বের হওয়ার গেইট পাবেন। আর হাতের ডান’দিকে গেলে মূল পর্যটন কেন্দ্রটি দেখতে পাবেন।

আমরা হেটে এগোতে থাকলাম। বেশ ভালোই পর্যটক আসে এখানে। মতলব উপজেলায় এই পর্যটন কেন্দ্রটি ছাড়া আর ১টি মাত্র কৃত্রিম পর্যটন কেন্দ্র রয়েছে জজ নগর পার্ক ও মিনি জো।

এছাড়া মতলব উত্তর উপজেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে হামিদ মিয়া জমিদার বাড়ি, নেদায়ে ইসলাম, কলাকান্দা মসজিদ ও মাদ্রাসা, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প ও ধনাগোদা নদী, লুধুয়া জমিদার বাড়ি, ১ গম্বুজ মসজিদ, নাউরী মন্দির ও রথ, আই সি ডি ডি আর বি, খোদাই পুকুর রহস্য ইত্যাদি।

আমরা হেটে উত্তর পাশে চলে আসলাম। নদীর ঠান্ডা সাতাস আমাদের লাগতে শুরু করেছে। বেশ চমৎকার ভাবেই সাজানো হয়েছে সব কিছু। একেবারে উত্তর পাশে সুন্দর একটি রাস্তা চলে গিয়েছে। রাস্তার মাঝানে লাইটিং করা হয়েছে।

মোহনপুর পর্যটন লিমিটেড - Goarif
উত্তর পাশে সুন্দর একটি রাস্তা চলে গিয়েছে

সোজা পশ্চিম দিকে রয়েছে মূল রিভার বীচ।

মোহনপুর পর্যটন লিমিটেড - Goarif

মোহনপুর রিভার বীচ

পাকা রাস্তা থেকে নিচে নামলেই বুঝতে পারবেন নিচে বালি রয়েছে। পুরো রিভার বীচ বালি আর বালিময়।

মোহনপুর পর্যটন কেন্দ্র - Goarif
পুরো রিভার বীচ বালি আর বালিময়।

আমরা হেটে নদীর পারে চলে আসলাম।

মোহনপুর পর্যটন লিমিটেড - Goarif
মোহনপুর পর্যটন লিমিটেড

নদীর পাড় ঘেষে ছাতা চেয়ারের (​কিটকট) রয়েছে। ২ জন একসাথে বা ১ জন এর জন্য কিটকট রয়েছে। প্রতি ছাতা চেয়ারের ভাড়া ঘন্টা প্রতি ৩০ টাকা। অনেকটা কক্সবাজারের মতই।

মোহনপুর পর্যটন লিমিটেড ভ্রমণে যা দেখলাম - Goarif
নদীর পাড় ঘেষে ছাতা চেয়ারের (​কিটকট) রয়েছে।

কিটকটে শুয়ে আপনি নদীর ঠান্ডা বাতাস খেতে পারবেন। এছাড়া নদীতে বয়ে চলা পালতোলা নৌকার অপরূপ দৃশ্য দেখতে পাবেন। জেলেরা কি সুন্দর করে নদিতে মাছ ধরছে তাও দেখতে পাবেন।

মোহনপুর পর্যটন লিমিটেড ভ্রমণে যা দেখলাম - Goarif
কিটকটে শুয়ে আপনি নদীর ঠান্ডা বাতাস খেতে পারবেন।

স্পিডবোর্ড রাইড

মোহনপুর পর্যটন লিমিটেডে স্পিডবোর্ড রাইড এর চমৎকার ব্যবস্থা রয়েছে। আমরা ভ্রমনে গিয়ে ২ টি স্পিডবোর্ড দেখতে পেয়েছি। ২ টি স্পিডবোর্ড দিয়েই পর্যটকরা রাইড দিচ্ছে। রাইড এর এই স্থানটিতে প্রচুত ভিড় লেগে থাকে।

পর্যটন লিমিটেড এর পরিবেশ

মোহনপুর পর্যটন লিমিটেড এর পরিবেশ খুবই ভালো। আমাদের দেখা মতে কোথাও কোন ময়লা আবর্জনা দেখতে পাইনি। তবে, বেশ কিছু স্থানে নির্মাণ কাজ চলছে। এছাড়া ভিতরে পুরুষ এবং মহিলাদের জন্য চমৎকার মানের আলাদা ভাবে ওয়াশরুম রয়েছে।

মোহনপুর পর্যটন লিমিটেড এর রাতের ছবি - Goarif
মোহনপুর পর্যটন লিমিটেড এর রাতের ছবি

দেখার মত কি কি আছে

এখানে নদীর পাড়ে মনোরম পরিবেশে সময় কাটাতে পারবেন। এছারা, শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য পার্ক, ঘোড়া রাইড, স্পিডবোর্ড রাইড, নৌকা ভ্রমণ সহ বেশ কিছু রাইড রয়েছে, আরও রয়েছে, পিকনিক স্পর্ট, মিনি শিশুপার্ক ও সুইমিংপুল, অত্যাধুনিক মার্কেট।

মোহনপুর পর্যটন লিমিটেড - Goarif

আপনি কিটকটে শুয়ে সূর্যাস্ত (Sunset) দেখতে পাবেন! যা আপনার ভ্রমণ কে আরও পরিতৃপ্ত করে তুলবে।

মোহনপুর পর্যটন লিমিটেড - Goarif
আপনি কিটকটে শুয়ে সূর্যাস্ত (Sunset) দেখতে পাবেন!

রিভার ক্রুজ প্যাকেজ

এখানে রয়েছে চমৎকার বহিরাগত নদী ক্রুজ। আপনাকে ক্রুজ অফার করে যা আপনি সবসময় চেয়েছিলেন। রিভার ক্রুজের সব চেয়ে বড় যে সমস্যাটি রয়েছে তা হল, বড় দল খোঁজা। এখানে আপনাকে রিভার ক্রুজের জন্য বড় দল খোঁজতে হবে না।

এটি এখন আপনার হাতের নাগালেই। আপনার গ্রুপ অনুযায়ী আপনার প্যাকেজ কাস্টমাইজ করুন এবং অনেক মজার সাথে দিনটি উপভোগ করতে পারবেন।

রিভার ক্রুজ প্যাকেজ মূল্য

আমি এখানে রিভার ক্রুজ প্যাকেজ এর কিছু মূল্য তালিকা দিচ্ছি তবে, এটা সময়/সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। আপনারা অবশ্যই উপরে দেয়া হট লাইন নাম্বারে মূল্য জেনে নিবেন।

  • ইকোনমি: টাকা ১,৫০০/-
  • চেয়ার: টাকা ২,৫০০/-
  • সিঙ্গেল কেবিন: টাকা ৪,০০০/-
  • ডাবল কেবিন: টাকা ৬,০০০/-
  • ভিআইপি কেবিন: টাকা ১০,০০০/-

প্যাকেজ এর সাথে যা যা রয়েছে

রিভার ক্রুজ ভ্রমণে যা যা রয়েছে তার একটি সংক্ষিপ্ত লিস্ট দেয়া হল। তবে এখানেও পরবর্তীতে পরিবর্তন/পরিবর্ধন হতে পারে।

  1. সদরঘাট-মোহনপুর পর্যটন-সদরঘাট লঞ্চে।
  2. লঞ্চে সকালের নাস্তা
  3. লঞ্চে আনলিমিটেড কফি
  4. সৈকতের চারপাশে ঘুরে বেড়ান এবং দৃশ্য উপভোগ করা
  5. সৈকত থেকে চমৎকার সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা
  6. মোহনপুর পর্যটন লিমিটেড -এ ৭০টি আইটেম বুফে লাঞ্চ
  7. লঞ্চে সন্ধ্যার নাস্তা

থিম পার্ক

পর্যটন কেন্দ্রে রয়েছে বড় এবং চমৎকার থিম পার্ক। এই থিম পার্কে বড়, ছোট এমনকি শিশুদের জন্য অনেক ধরনের রাইড রয়েছে। ভ্রমণে আপনাকে এবং আপনার বাচ্চাদের দারুণ আনন্দ দেবে। ফ্যামিলি ট্রেন, ওয়ান্ডার হুইল, হানি সুইং রাইড, সান্তা মারিয়া এবং আরও অনেক কিডি রাইড শুধু আপনার জন্য অপেক্ষা করছে। ভ্রমণে গেলে রাইডে চড়তে ভুলবেন না।

থিম পার্ক এ ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত রাইড রয়েছে।

মাছ ধরা

মাছে ভরা বিশাল মেঘনা নদী আপনাকে সবচেয়ে শান্ত পরিবেশে মাছ ধরার অভিজ্ঞতা দিবে। এই ভ্রমণে আপনি মাছ ধরার অভিজ্ঞতা নিতে পারবেন। তবে, এখানে মাছ ধরার রড দিয়ে মাছ ধরতে পারবেন শুধু।

বারবিকিউ জোন

মোহনপুর পর্যটন কেন্দ্র আরেকটি চমৎকার বিষয়ের জন্য বিখ্যাত তা হল, বারবিকিউ (BBQ) জোন। এখানে রয়েছে বারবিকিউ কর্নার। যেখানে আপনি আপনার বন্ধু বা পড়িবার নিয়ে বারবিকিউ পার্টি করতে পারবেন। বারবিকিউ পার্টির জন্য যাবতীয় ব্যবস্থা কতৃপক্ষ করে দিবে।

নিরাপত্তা ব্যবস্থা

মোহনপুর পর্যটন লিমিটেডে রয়েছে চমৎকার নিরাপত্তা ব্যবস্থা। এখাণে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোন ধরনের ইভটিজিং, ছিনতাই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এছাড়া পর্যটকদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা রয়েছে।

খাবার ব্যবস্থা

এখানে পর্যটকদের জন্য থ্রি-স্টার ও ফাইভ-স্টার মানের হোটেল, রেস্টহাউজ, ক্যান্টিন, পিকনিক স্পর্ট সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পালনে পাঁচ হাজার আসনের উন্মুক্ত মঞ্চ রয়েছে।

নদীর নানা প্রকারের সুস্বাদু মাছ সহ হরেক রকমের খাবার রয়েছে এখানে। খাবারের দাম তুলনামূলক কম এবং পরিবেশ অত্যন্ত ভালো।

কোথায় থাকবেন

বাংলাদেশের একমাত্র মিঠা পানির বিচ মোহনপুর পর্যটন লিমিটেডে থাকার জন্য রয়েছে চমৎকার ৩/৫ স্টার মানের রিসোর্ট। রিসোর্টে উন্নতমানের সকল সুজগ-সুবিধা রয়েছে। থাকছে সুইমিংপুল। এছাড়া হানিমুন প্যাকেজ রয়েছে। পর্যটন কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ডিলাক্স এবং প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরি কটেজ রয়েছে। চাইলে কটেজ এ থাকতে পারবেন।

মোহনপুর কিভাবে যাবেন

মোহনপুর পর্যটন লিমিটেড ভ্রমণে কিভাবে যাবেন? ঢাকা থেকে দুই ভাবে মোহনপুর পর্যটন লিমিটেড যাওয়া যায়-

নৌপথ

ঢাকা গুলিস্থান থেকে উৎসব বা বন্ধন বাসে করে চলে যাবেন নারায়ণগঞ্জ। ভাড়া নিবে ৩৫ টাকা। নারায়ণগঞ্জ লঞ্চটার্মিনালে জন প্রতি ১০ টাকা করে নেয় টার্মিনালের ভিতরে প্রবেশের জন্য।

নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর বা মতলব এর উদ্দেশ্যে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে যায়। যে লঞ্চ গুলো মোহনপুর লঞ্চঘাট টাচ করে আপনি সে লঞ্চে উঠবেন। লঞ্চে বিলাস এর ভাড়া জনপ্রতি ৯০ টাকা। লঞ্চে ২ থেকে ২.৫ ঘন্টা সময় লাগবে মোহনপুর পৌঁছাতে।

সড়কপথ

ঢাকা থেকে: সড়ক পথে যেতে হলে, আপনাকে ঢাকা সায়েদাবাদ থেকে কুমিল্লাগামী বাসে দাউদকান্দি যেতে হবে। ভাড়া নিবে ৬০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত। বাসে উঠার আগে ভাড়া দামাদামি করে ঠিক করে নিবেন।

দাউদকান্দি নেমে সিএনজি করে চলে আসবেন সিরারচর। ভাড়া নিবে ৫০ টাকা। সিরারচর থেকে আবার সিএনজি করে চলে আসবেন মতলব। ভাড়া নিবে ৪০ থেকে ৬০ টাকা।

এরপর মতলব থেকে সিএনজি অথবা মোটরসাইকেলে চলে আসতে পারবেন মোহনপুর। ভাড়া নিবে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত।

চট্রগ্রাম এবং কুমিল্লা থেকে: চট্রগ্রাম থেকে কুমিল্লা বিশ্বরোড থেকে বোগদাদ বাসে করে বাবুরহাট, সেখান থেকে সিএনজি করে মতলব বাজারে নামলে যেকোন পরিবহনে করেই যেতে পারবেন পর্যটনে।

পরামর্শ: আপনি লঞ্চে চলে আসতে পারেন। এটাই সবচেয়ে সহজ পথ মোহনপুর পর্যটন লিমিটেড -এ আসার। তবে আপনার যদি লঞ্চ ভ্রমনে সমস্যা হয় তাহলে সড়ক পথে আসতে পারেন।

এছাড়াও আপনি নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারবেন, পার্কিং নিয়ে দুশ্চিন্তার করার কারন নেই। এখানে রয়েছে বিশাল পার্কিং এর সুব্যবস্থা।

মোহনপুর পর্যটন কেন্দ্র ভ্রমণ টিপস

নিচে ভ্রমণের কিছু টিপস দেয়া হল-

  1. কালবৈশাখী বা ঝড়ের দিনে মোহনপুর পর্যটন কেন্দ্রে ভ্রমণ না করাই উত্তম।
  2. নদীতে নামার সময় সাবধানতা অবলম্বন করুন।
  3. নদীর গভীরে গিয়ে ছবি তোলার চেষ্টা করবেন না।
  4. নদী দিয়ে বড় লঞ্চ বা ষ্টীমার চলার সময় পাড়ে বড় বড় ঢেউ আছড়ে পরে, এসময় নদী থেকে দূরে থাকুন অথবা সাবধান থাকুন।
  5. কারও অনুমতি ছাড়া ছবি তুলবেন না বা ভিডিও ধারণ করবেন না।
  6. গরম বালুর উপর দিয়ে হাটার সময় পায়ে জুতা পরে নিন।
  7. বাচ্চাদের দিকে খেয়াল রাখুন।
  8. নদীর পানি পান করবেন না।
  9. নদীতে মলত্যাগ করবেন না।
  10. ময়লা আবর্জনা দিয়ে পরিবেশ নোংরা করবেন না।
  11. বাচ্চাদের নিয়ে রাইডিং এর সময় সতর্ক থাকবেন।
  12. জোরে জোরে কথা বলা বা শব্দ করা থেকে বিরত থাকুন। এগুলো অভদ্র মানুষের কাজ।

ভ্রমণ জিজ্ঞাসা

মোহনপুর পর্যটন লিমিটেড এর প্রবেশ মূল্য কত?

১০০ টাকা।

মোহনপুর পর্যটন লিমিটেড এর মালিক কে?

মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মিজানুর রহমান।

মোহনপুর পর্যটন কেন্দ্র কবে বন্ধ থাকে?

পর্যটন কেন্দ্র প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।

গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে কি?

হ্যাঁ আছে।

খাওয়ার ব্যবস্থা আছে কি?

এখানে পর্যটকদের জন্য থ্রি-স্টার ও ফাইভ-স্টার মানের হোটেল, রেস্টহাউজ, ক্যান্টিন, পিকনিক স্পর্ট সহ সাংস্কৃতিক অনুষ্ঠান পালনে পাঁচ হাজার আসনের উন্মুক্ত মঞ্চ রয়েছে।

থাকার ব্যবস্থা আছে কি?

মোহনপুর পর্যটন লিমিটেডে থাকার জন্য রয়েছে চমৎকার ৩/৫ স্টার মানের রিসোর্ট। রিসোর্টে উন্নতমানের সকল সুজগ-সুবিধা রয়েছে। থাকছে সুইমিংপুল। এছাড়া হানিমুন প্যাকেজ রয়েছে। পর্যটন কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রিত ডিলাক্স এবং প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরি কটেজ রয়েছে। চাইলে কটেজ এ থাকতে পারবেন।


মোহনপুর ভ্রমণ ভিডিও

এবার চলুন ভ্রমণের ভিডিও দেখা যাক-

https://youtu.be/Whb1lTPhFkU

সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র মোহনপুর। নিচের ভিডিওটি ধারণ করেছেন মোয়াজ্জেম হোসেন।


Facebook: Wilep

আর্টিকেল শেয়ার করুন
ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিঙ্কডইন লিংক কপি করুন
29 Comments 29 Comments
  • Avatar Of মিরাজ হোসেন মিরাজ হোসেন বলেছেন:
    সেপ্টেম্বর 9, 2022; 1:01 অপরাহ্ন এ

    ভাই নোয়াখালী থেকে কিভাবে আসবো???

    জবাব
    • Avatar Of Goarif GoArif বলেছেন:
      সেপ্টেম্বর 9, 2022; 1:06 অপরাহ্ন এ

      প্রথমে নোয়াখালী থেকে চাঁদপুর (বাবুরহাট) আসতে হবে।

      বাবুরহাট থেকে মতলব আসার জন্য CNG পাবেন। ভাড়া নিবে জন প্রতি ৩০/৪০ টাকা। মতলব ব্রিজ থেকে সি এন জি করে নতুন বাজার/ আনন্দ বাজার চলে আসবেন। ভাড়া নিবে জন প্রতি ৫০-৬০ টাকা। নতুন বাজার/ আনন্দ বাজার থেকে অটো অথবা সিএনজি করে মোহনপুর পর্যটন কন্দ্রে চলে আসবেন। মতলব ব্রিজ থেকে রিজার্ভ সিএনজি নিয়েও মোহনপুর আসতে পারবেন।

      চাঁদপুর (বাবুরহাট) থেকে সময় লাগবে ১ থেকে ১ঃ২০ ঘন্টার মত।

      বিঃদ্রঃ মতলব থেকে সি এন জি ছাড়াও আপনি চাইলে মোটরসাইকেল করে যেতে পারেন। ভাড়া অবশ্যই দামাদামি করে নিবেন।

      জবাব
  • Avatar Of হাসান হাসান বলেছেন:
    আগস্ট 17, 2022; 3:24 অপরাহ্ন এ

    ওখানে যে শিশুপার্ক টা আছে ওখানে রাইড গুলো ফি কেমন সেটা নিয়ে ধারণা দিলে ভালো হতো।। আশাকরি এটার উত্তর দিবেন।

    জবাব
    • Avatar Of Arif Hossain Arif Hossain বলেছেন:
      আগস্ট 18, 2022; 3:01 অপরাহ্ন এ

      মোহনপুর পর্যটন লিমিটেড, শিশুপার্ক এর রাইড সময়/সিজন অনুযায়ী কম বেশি হতে পারে। তবে, বর্তমানে ৫০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত রাইড ফি রয়েছে।

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। Arif Hossain এর সাথেই থাকুন।

      জবাব
  • Avatar Of তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন। বলেছেন:
    এপ্রিল 29, 2022; 3:37 পূর্বাহ্ন এ

    আচ্ছা ভাই,
    আমি ঢাকার সদর ঘাট বা নারায়ণগঞ্জ থেকে লঞ্চে মোহনপুর যেতে চাচ্ছি। উন্নত মানের কোন লঞ্চ আছে? আর কতক্ষন সময় লাগবে? আর সাথে যদি সদরঘাট ও নারায়নগঞ্জ থেকে এই লঞ্ছের সময় সুচি একটু জানাতেন, তাহলে ভাল হতো। আম এই ঈদের ২ দিন পরে ফেমিলি সহ আসতে চাচ্ছি।
    ভাল থাকবেন।
    তোফাজ্জল হোসেন।

    জবাব
  • Avatar Of মাসুম সালেহ্ মাসুম সালেহ্ বলেছেন:
    ফেব্রুয়ারি 26, 2022; 10:53 অপরাহ্ন এ

    রামগঞ্জ থেকে কিভাবে যাওয়া যায় ভাই? মোটর বাইকে করে?

    জবাব
    • Avatar Of Arif Hossain Arif Hossain বলেছেন:
      ফেব্রুয়ারি 27, 2022; 4:41 অপরাহ্ন এ

      চাঁদপুর থেকে সড়ক পথঃ আপনি চাঁদপুর সদর থেকে সড়ক পথে মোহনপুর পর্যটন কেন্দ্রে যেতে পারেন। চাঁদপুর সদর থেকে সিএনজি (CNG) করে বাবুরহাট হয়ে মতলব চলে আসবেন। ভাড়া নিবে জন প্রতি ৫০ টাকা। মতলব ব্রিজ থেকে সি এন জি করে নতুন বাজার/ আনন্দ বাজার চলে আসবেন। ভাড়া নিবে জন প্রতি ৫০-৬০ টাকা। নতুন বাজার/ আনন্দ বাজার থেকে অটো অথবা সিএনজি করে মোহনপুর পর্যটন কন্দ্রে চলে আসবেন। মতলব ব্রিজ থেকে রিজার্ভ সিএনজি নিয়েও মোহনপুর আসতে পারবেন।

      চাঁদপুর থেকে সময় লাগবে ১ থেকে ১ঃ৩০ ঘন্টার মত।

      বিঃদ্রঃ মতলব থেকে সি এন জি ছাড়াও আপনি চাইলে মোটরসাইকেল করে যেতে পারেন। ভাড়া অবশ্যই দামাদামি করে নিবেন।

      জবাব
  • Avatar Of Shamim Ahmed Shamim Ahmed বলেছেন:
    ফেব্রুয়ারি 9, 2022; 4:56 অপরাহ্ন এ

    outstanding

    জবাব
    • Avatar Of Arif Hossain Arif Hossain বলেছেন:
      ফেব্রুয়ারি 10, 2022; 11:17 পূর্বাহ্ন এ

      Thanks for your understanding.

      জবাব
  • Avatar Of ইব্রাহিম ইব্রাহিম বলেছেন:
    ডিসেম্বর 23, 2021; 11:57 পূর্বাহ্ন এ

    আসসালামু আলাইকুম ভাই একটা কথা জানার ছিল ভাই এখনকার দিনে মানুষ ঘুরতে বের হয়না এইজন্য মানুষের কোন নিরাপত্তা কিছু থাকে না কোন একটা জায়গায় গেলে আশেপাশে আরও অনেক বাজে ছেলেরা পিছে লেগে যায় দেখা গেছে ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় সাথে মা-বোন ওয়াইফ সবারই থাকে বাট কিছু ছেলেদের কারণে প্রবলেমে পরতে হয় এইজন্য বলেছি বাই সরি আমার কিছু ভুল হয়ে থাকে এবং কোন গেদারিং হয় কিনা ওদিকে না আইনিভাবে কি কোন ওখানে মানুষদেরকে নিরাপত্তা দেওয়া হয়

    জবাব
    • Avatar Of Goarif GoArif বলেছেন:
      ডিসেম্বর 23, 2021; 6:58 অপরাহ্ন এ

      আপনার কথার সাথে আমি একমত। তবে, মোহনপুর পর্যটন লিমিটেডে রয়েছে চমৎকার নিরাপত্তা ব্যবস্থা। এখাণে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোন ধরনের ইভটিজিং, ছিনতাই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এছাড়া পর্যটকদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা রয়েছে।

      জবাব
  • Avatar Of ইব্রাহিম ইব্রাহিম বলেছেন:
    ডিসেম্বর 23, 2021; 11:51 পূর্বাহ্ন এ

    আসসালামু আলাইকুম এই জায়গায় চাঁদপুর সদর থেকে যাইতে কত মিনিট লাগতে পারে বা কয় ঘন্টা আর কিভাবে যেতে সহজ হবে একটু বলবেন ভাইয়া

    জবাব
    • Avatar Of Goarif GoArif বলেছেন:
      ডিসেম্বর 23, 2021; 6:57 অপরাহ্ন এ

      ওয়ালাইকুম আসসালাম।

      চাঁদপুর থেকে সড়ক পথঃ আপনি চাঁদপুর সদর থেকে সড়ক পথে মোহনপুর পর্যটন কেন্দ্রে যেতে পারেন। চাঁদপুর সদর থেকে সিএনজি (CNG) করে বাবুরহাট হয়ে মতলব চলে আসবেন। ভাড়া নিবে জন প্রতি ৫০ টাকা। মতলব ব্রিজ থেকে সি এন জি করে নতুন বাজার/ আনন্দ বাজার চলে আসবেন। ভাড়া নিবে জন প্রতি ৫০-৬০ টাকা। নতুন বাজার/ আনন্দ বাজার থেকে অটো অথবা সিএনজি করে মোহনপুর পর্যটন কন্দ্রে চলে আসবেন। মতলব ব্রিজ থেকে রিজার্ভ সিএনজি নিয়েও মোহনপুর আসতে পারবেন।

      চাঁদপুর থেকে সময় লাগবে ১ থেকে ১ঃ৩০ ঘন্টার মত।

      বিঃদ্রঃ মতলব থেকে সি এন জি ছাড়াও আপনি চাইলে মোটরসাইকেল করে যেতে পারেন। ভাড়া অবশ্যই দামাদামি করে নিবেন।

      নৌপথঃ নৌপথে খুব সহজে চাঁদপুর সদর থেকে মোহনপুর পর্যটন কেন্দ্রে আসা যায়। চাঁদপুর লঞ্চ ঘাট বা বড় স্টেশন থেকে নিদিষ্ট সময় পর পর ঢাকা/নারায়ণগঞ্জ এর উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। আপনি লঞ্চে করে মোহনপুর লঞ্চ ঘাট এসে নামবেন। এখানেই পর্যটন কেন্দ্র টি রয়েছে। ভাড়া নিবে ২০-৩০ টাকা। সময় লাগবে ১ ঘন্টার মত।

      জবাব
  • Avatar Of Nurul Huda Nurul Huda বলেছেন:
    নভেম্বর 13, 2021; 8:37 পূর্বাহ্ন এ

    পুর্যটন কেন্দ্রের কোন নাম্বার আছে?

    জবাব
    • Avatar Of Goarif GoArif বলেছেন:
      নভেম্বর 13, 2021; 11:00 পূর্বাহ্ন এ

      দুঃখিত, মোহনপুর পর্যটন লিমিটেড – মতলব উত্তর, চাঁদপুর এর কোন মোবাইল/ফোন নাম্বার নেই।

      জবাব
  • Avatar Of মোঃ ফজলুল করিম মোঃ ফজলুল করিম বলেছেন:
    নভেম্বর 6, 2021; 5:45 পূর্বাহ্ন এ

    গোসলের জন্য কি সুইমিং কস্টিউম লাগবে না কি লুঙ্গি পরে গোসল করা যাবে?

    জবাব
    • Avatar Of Arif Hossain Arif Hossain বলেছেন:
      নভেম্বর 7, 2021; 6:54 অপরাহ্ন এ

      হাহা… চমৎকার মন্তব্য! জি, লুঙ্গি পরে গোসল করা যাবে।

      জবাব
  • Avatar Of Merin Merin বলেছেন:
    সেপ্টেম্বর 14, 2021; 10:04 অপরাহ্ন এ

    Bhai, sodorghat theke launch e jete kotokhn somoy lagbe?

    জবাব
    • Avatar Of Goarif GoArif বলেছেন:
      সেপ্টেম্বর 20, 2021; 10:57 পূর্বাহ্ন এ

      2 gontar moto.

      জবাব
  • Avatar Of Md.noor-A-Alam Seddique (Babul) Md.Noor-A-Alam Seddique (Babul) বলেছেন:
    সেপ্টেম্বর 6, 2021; 12:17 পূর্বাহ্ন এ

    সবই ভালো লাগলো কিন্তু থাকার কি কোনো হোটেল আছে।kindly জানাবেন।

    জবাব
    • Avatar Of Goarif GoArif বলেছেন:
      সেপ্টেম্বর 6, 2021; 12:50 পূর্বাহ্ন এ

      মন্তব্যের জন্য ধন্যবাদ।

      জি, থাকার জন্য হোটেল রয়েছে।

      জবাব
      • Avatar Of রিয়া রিয়া বলেছেন:
        জানুয়ারি 9, 2022; 11:27 পূর্বাহ্ন এ

        কোথায়আছে থাকার জন্যহোটেল

      • Avatar Of Goarif GoArif বলেছেন:
        জানুয়ারি 13, 2022; 1:39 অপরাহ্ন এ

        বিচ এর পাশেই বেশ কয়েকটি হোটেল এবং কটেজ রয়েছে। এছাড়া চাঁদপুর শহরেও বেশ কিছু হোটেল রয়েছে। চাইলে সেখাও থাকতে পারবেন।

  • Avatar Of Abu Nsuain Abu Nsuain বলেছেন:
    জুন 6, 2021; 8:38 অপরাহ্ন এ

    wOw!!! This is Nice place.

    জবাব
    • Avatar Of Goarif GoArif বলেছেন:
      জুন 6, 2021; 8:39 অপরাহ্ন এ

      thanks

      জবাব
    • Avatar Of রিয়্ রিয়্ বলেছেন:
      জানুয়ারি 9, 2022; 9:44 পূর্বাহ্ন এ

      সুইমিংপুল আছে কি?

      জবাব
      • Avatar Of Goarif GoArif বলেছেন:
        জানুয়ারি 13, 2022; 1:37 অপরাহ্ন এ

        আপাতত নেই।

  • Avatar Of Cph It Solution CPH IT Solution বলেছেন:
    মে 27, 2021; 6:34 পূর্বাহ্ন এ

    Wow! Chadpur looks so beautiful. I want to visit there someday.

    জবাব
    • Avatar Of Goarif GoArif বলেছেন:
      মে 27, 2021; 11:23 পূর্বাহ্ন এ

      okk… welcome to bangladesh.

      জবাব

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সুন্দরবন ট্যুর প্যাকেজ

জাহাজ/ শিপে সমুদ্র ভ্রমণ (৩ দিন ২ রাত) মাত্র ৭,৫০০ টাকা থেকে শুরু। এসি এবং নন-এসির বিলাসবহুল শিপে আজই আপনার ভ্রমণ অভিজ্ঞতা নিন। আর মেতে উঠুক ভ্রমণ আনন্দে।
বুক করুন

👍 আপনার জন্য আরও

নেদায়ে ইসলাম - ফরাযীকান্দী, চাঁদপুর - Goarif
নেদায়ে ইসলাম – ফরাযীকান্দী, মতলব উত্তর, চাঁদপুর
19 মিনিটে পড়া যাবে
কুয়াকাটা সমুদ্র সৈকত - Goarif
কুয়াকাটা সমুদ্র সৈকত – পটুয়াখালী, বরিশাল
26 মিনিটে পড়া যাবে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভ্রমণ - Goarif
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভ্রমণ – সাভার, ঢাকা
9 মিনিটে পড়া যাবে
বাংলা ভ্রমণ কোটস - Bangla Travel Quotes - Goarif
বাংলা ভ্রমণ কোটস | Bangla Travel Quotes
5 মিনিটে পড়া যাবে
ভ্রমণকালীন নিরাপত্তা টিপস - Goarif
ভ্রমণকালীন নিরাপত্তা টিপস
5 মিনিটে পড়া যাবে

আপনার জন্য আরও

হামিদ মিয়া জমিদার বাড়ি, চাঁদপুর - Goarif
চাঁদপুর

হামিদ মিয়া জমিদার বাড়ি ভ্রমণ, চাঁদপুর

6 মিনিটে পড়া যাবে
নেদায়ে ইসলাম - ফরাযীকান্দী, চাঁদপুর - Goarif
চাঁদপুর

নেদায়ে ইসলাম – ফরাযীকান্দী, মতলব উত্তর, চাঁদপুর

19 মিনিটে পড়া যাবে
আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলামিয়া - Goarif
চাঁদপুর

আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলামিয়া – এখলাছপুর

6 মিনিটে পড়া যাবে
মেঘনা নদী ভ্রমণ - Goarif
চাঁদপুর

মেঘনা নদী ভ্রমণ

7 মিনিটে পড়া যাবে
GoArif Logo GoArif Logo

আমি আরিফ (GoArif), বাংলাদেশি ট্রাভেল ইনফ্লুয়েন্সার। ভ্রমণ গাইড, টিকেট, প্যাকেজ ও টিপস শেয়ার করি।

  • সম্পর্কে
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • ডিসক্লেইমার
  • মন্তব্য নীতি
+88 01610-515898

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত আমাদের ফোন করতে পারেন বা যেকোনো সময় হোয়াটসঅ্যাপে মেসেজ বা ইমেইল করতে পারেন।

Facebook Twitter Youtube Instagram Linkedin

©️ GoArif, সর্বস্বত্ব সংরক্ষিত

GoArif অ্যাপ

গুগল প্লে স্টোর

DMCA দ্বারা

সাইট প্রোটেক্টেড

GoArif Logo GoArif Logo

আমি আরিফ (GoArif), বাংলাদেশি ট্রাভেল ইনফ্লুয়েন্সার। দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড, বিমানের টিকেট, ভিসা পরামর্শ, ট্যুর প্যাকেজ, ছবি ও টিপস শেয়ার করি।

  • সম্পর্কে
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • ডিসক্লেইমার
  • মন্তব্য নীতি
01610-515898

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত আমাদের ফোন করতে পারেন বা যেকোনো সময় হোয়াটসঅ্যাপে মেসেজ বা ইমেইল করতে পারেন।

Facebook Twitter Youtube Instagram Linkedin

©️ GoArif, সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Sign in to your account

Lost your password?