মানা বে ওয়াটার পার্ক (Mana Bay Waterpark) প্রায় ৬০ হাজার স্কয়ার মিটার বিস্তৃত বাংলাদেশের প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক এবং দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক! মানা বে ওয়াটার পার্ক, মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবস্থিত।
ঢাকার অদূরে একদিনের ভ্রমণ জন্য চমৎকার এক পার্ক।
আজকের পোস্টে আপনাকে মানা বে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক…
আরও: ইলিশ খেতে মাওয়া ফেরি ঘাট, মুন্সিগঞ্জ


মানা বে ওয়াটার পার্ক
ভ্রমণ স্থান | মানা বে ওয়াটার পার্ক |
পরিচিত নাম | প্রিমিয়াম ওয়াটার পার্ক |
অবস্থান | বাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ, বাংলাদেশ |
সদর দফতর | ১৪তম তলা, সানমার টাওয়ার-২, গুলশান 2, ঢাকা ১২১২ |
ধরন | ওয়াটার পার্ক |
আয়তন | ৬০ হাজার স্কয়ার মিটার (প্রায়) |
স্থাপিত | ২২ সেপ্টেম্বর, ২০২৩ |
চেয়ারম্যান | মাসুদ দাউদ আকবানি |
পরিচালিত | এসিএস টেক্সটাইল |
বাস্তবায়ন | হোয়াইট ওয়াটার |
খোলা থাকার সময় | সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা |
ঢাকা থেকে দূরত্ব | প্রায় ৪৫ কিলোমিটার (সড়ক পথ) |
টিকিট মূল্য | ৬০০০ টাকা (বড়), ৩০০০ টাকা (ছোট) |
ড্রোন উড়ানো যাবে | হ্যাঁ |
হটলাইন | ০৯৬০৬-৮৮৯৯৯৯ |
রাইড সংখ্যা | ১৭টি |
ওয়েবসাইট | www.manabay.com |
মানা বে কোথায় অবস্থিত
মানা বে ওয়াটার পার্ক বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র এবং প্রথম প্রিমিয়াম ওয়াটার পার্ক। ২২ সেপ্টেম্বর, ২০২৩ সাল এ উদ্বোধনের পর থেকেই এখানে পর্যটক এর প্রচুর ভিড়।
মানা বে ম্যাপ
সংক্ষিপ্ত পরিচিতি
ওয়াটার পার্ক টি সম্পূর্ণ ব্রিটিশ বিনিয়োগে এসিএস টেক্সটাইলের মালিকানায় পরিচালিত এবং প্রকল্পটিকে বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করেছে রাইড সরবরাহকারী প্রতিষ্ঠান হোয়াইট ওয়াটার। বর্তমানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান দায়িত্ব পদে রয়েছেন মাসুদ দাউদ আকবানী।
৬০ হাজার স্কয়ার মিটার জায়গা জুড়ে অস্থিত ওয়াটার পার্কটি দর্শনার্থীদের দারুণ অভিজ্ঞতা দিতে ও আন্তর্জাতিক মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। এখানে এখন পর্যন্ত ১৭ টি রাইড রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য: ওয়াটার স্লাইড ট্যুর, ওয়েভ পুল, ও ফ্লোরাইডার ডাবল। ভবিষ্যতে আরও রাইড যুক্ত হতে পারে।
ওয়াটার পার্ক টি ভ্রমণে এককথায় অসাধারণ অভিজ্ঞতা হবে আপনার। অনেকটা ধূমপানমুক্ত এই পার্কে পড়িবার, বন্ধু-বান্ধবদের নিয়ে নিশ্চিন্তে চলে যেতে পারেন। এখানে চমৎকার নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।
মানা বে রাইড
চোখ জুড়ানো দৃষ্টিনন্দন এই পার্কে সকল বয়সের মানুষের জন্য বৈচিত্র্যময় সব আয়োজন সহ রয়েছে ১৭ টি রাইড। যেহেতু এটা ওয়াটার পার্ক তাই এখানের প্রায় সব গুলো রাইড ওয়াটার কেন্দ্রিক। নিচে কয়েকটি উল্লেখযোগ্য রাইড এর নাম দেয়া হল:
- ওয়াটার স্লাইড ট্যুর
- ওয়েভ পুল
- ফ্লোরাইডার ডাবল
- ভলকানো শো (আগ্নেয়গিরি শো)
- লেজি রিভার
- অন্যান্য
এছাড়াও এখানে বাচ্চাদের জন্য একটি আলাদা জোন ও কৃত্রিম নদীর ব্যবস্থা রেখেছে এসিএস টেক্সটাইল কর্তৃপক্ষ। তাই পার্ক ভ্রমণে বাচ্চাদের সাথে নিয়ে আসতে ভুলবেন না।
টিকেট মূল্য
অসাধারণ সব রাইড এবং দারুণ পরিবেশে কাটানোর জন্য আপনাকে টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হবে। প্রথমে টিকিট মূল্য একটু বেশি থাকলেও বর্তমানে তা কমিয়ে বড়দের টিকেট মূল্য: ৬ হাজার টাকা (উচ্চতা ৪ ফুটের উপরে), শিশুদের টিকেট মূল্য: ৩ হাজার টাকা (৩ থেকে ৪ ফুট উচ্চতা), শিশুদের টিকেট মূল্য: সম্পূর্ণ ফ্রি (উচ্চতা ৩ ফুটের নিচে হতে হবে)।
একবার প্রবেশ মূল্য দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলে আপনাকে আর রাইড এর জন্য আলাদা ভাবে কোন টিকিট ফি দিতে হবে না! ১৭ টি রাইড সারাদিন এর জন্য সম্পূর্ণ ফ্রি।
মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তাছাড়া স্পটে গিয়েও টিকেট করা যাবে। মানা বে এর গুলশান অফিস থেকেও অগ্রিম টিকেট করা যায়।
আরও: নিকলী হাওর, মিঠামইন এবং অষ্টগ্রাম ভ্রমণ
অনলাইন টিকিট বুকিং
এবার আমরা জানব, কিভাবে আপনি অনলাইনে টিকিট বুকিং করবেন। মানাবে অনলাইনে টিকিট বুক করার অপশন রয়েছে। তার জন্য আপনাকে প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
অনলাইন টিকিট বুক করার অফিসিয়াল ওয়েবসাইট ঠিকানা: https://www.manabay.com/form.php
উপরে দেয়া অফিসিয়াল ওয়েবসাইট লিংক এ গিয়ে নিচের ছবির মত অপশন পাবেন।
- প্রথমে ভ্রমণের তারিখ নির্বাচন করুন।
- আপনার নাম দিন।
- আপনার ই-মেইল ঠিকানা এবং মোবাইল নাম্বার দিন।
- প্রাপ্তবয়স্ক (Adult), শিশু (Child) কয়জন যেতে চান তা ঠিক করার জন্য প্লাশ (+) আইকনে ক্লিক করুন।
- আমি সর্তাবলিগুলোতে একমত (I agree to the Terms and Conditions) তে টিক চিহ্ন দিন।
- একটা পপআপ পেইজ আসবে। নিয়ম গুলো পড়ে নিতে পারেন। পড়া শেষে ক্সস (X) বাটনে ক্লিক করুন।
- সব কিছু ঠিক ঠাক থাকলে পরবর্তী (Next) বাটনে ক্লিক করুন।
- আপনার মোবাইলে একটা OTP কোড আসবে।
- সঠিক OTP দেয়ার পর আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে।
সময়সূচী
পর্যটন কেন্দ্র মানাবে ওয়াটার পার্ক প্রতিদিন খোলা থাকে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের বাকি দিন গুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।
শুক্রবার | সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা |
শনিবার | সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা |
রবিবার | সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা |
সোমবার | সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা |
মঙ্গলবার | সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা |
বুধবার | সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা |
বৃহস্পতিবার | সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা |
মানা বে কিভাবে যাবেন
মানা বে ওয়াটারপার্ক মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত। আপনি বাংলাদেশের যে কোন স্থান থেকে একদিনের ভ্রমণের জন্য এখানে চলে আসতে পারেন।
ঢাকা থেকে সড়ক পথে প্রায় ৪৫ কিলোমিটার দূরত্ব যা প্রায় ২ ঘন্টার মত সময় লাগবে আপনার। দেশের যেকোন স্থান থেকে বাসে আসতে পারেন। এছাড়াও, আপনি নিজস্ব পরিবহনে চলে আসতে পারেন পার্কটিতে।
কোথায় খাবেন
মানাবে -তে টিকেট প্রাইসের সাথে খাবারের খরচ অন্তর্ভূক্ত নয়! তাই কিছু খেতে চাইলে নিজ খরচে কিনে খেতে হবে আপনাকে। পার্কেই রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী খাবার কিনে খেতে পারবেন।
নিরাপত্তা ব্যবস্থা
মানা বে তে রয়েছে চমৎকার নিরাপত্তা ব্যবস্থা। এখাণে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। কোন ধরনের ইভটিজিং, ছিনতাই নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। এছাড়া পর্যটকদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা রয়েছে।
মানা বে ওয়াটার পার্ক ভ্রমণ টিপস
ওয়াটারপার্ক ভ্রমণের কিছু টিপস দেয়া হল-
- কালবৈশাখী বা ঝড়ের দিনে মানা বে ভ্রমণ না করাই উত্তম।
- রাইডে চড়ার সময় সাবধানতা অবলম্বন করুন।
- বাচ্চাদের দিকে খেয়াল রাখুন।
- কারও অনুমতি ছাড়া ছবি তুলবেন না বা ভিডিও ধারণ করবেন না।
- রাইড এর পানি পান করবেন না।
- পানিতে মলত্যাগ করবেন না।
- ময়লা আবর্জনা দিয়ে পরিবেশ নোংরা করবেন না।
- বাচ্চাদের নিয়ে রাইডিং এর সময় সতর্ক থাকবেন।
- জোরে জোরে কথা বলা বা শব্দ করা থেকে বিরত থাকুন। এগুলো অভদ্র মানুষের কাজ।
- যে কোন প্রয়োজনে কর্তৃপক্ষের সহযোগিতা নিন।
ভ্রমণ জিজ্ঞাসা
মানা বে এর প্রবেশ মূল্য কত?
মানা বে প্রিমিয়াম ওয়াটার পার্ক এর প্রবেশ মূল্য: বড়দের টিকেট মূল্য: ৬ হাজার টাকা (উচ্চতা ৪ ফুটের উপরে), শিশুদের টিকেট মূল্য: ৩ হাজার টাকা (৩ থেকে ৪ ফুট উচ্চতা), শিশুদের টিকেট মূল্য: সম্পূর্ণ ফ্রি (উচ্চতা ৩ ফুটের নিচে হতে হবে)।
মানা বে এর মালিক কে?
এসিএস টেক্সটাইল
মানা বে কবে বন্ধ থাকে?
পর্যটন কেন্দ্র মানাবে ওয়াটার পার্ক প্রতিদিন খোলা থাকে। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহের বাকি দিন গুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।
গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে কি?
হ্যাঁ আছে।
যোগাযোগ নাম্বার আছে কি?
মানা বে যোগাযোগ নাম্বার: ০৯৬০৬-৮৮৯৯৯৯
রাইড সংখ্যা কয়টি?
বর্তমানে ১৭ টি রাইড রয়েছে।
মানা বে কোথায় অবস্থিত?
বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে অবস্থিত।
মানা বে কোথায় খাবো?
মানাবে -তে টিকেট প্রাইসের সাথে খাবারের খরচ অন্তর্ভূক্ত নয়! তাই কিছু খেতে চাইলে নিজ খরচে কিনে খেতে হবে আপনাকে। পার্কেই রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী খাবার কিনে খেতে পারবেন।
ফেসবুক: Wilep