GoArifGoArifGoArif
  • দর্শনীয় স্থান
    • বাংলাদেশ
      • ঢাকা
        • ঢাকা
        • মুন্সিগঞ্জ
        • নারায়ণগঞ্জ
        • মানিকগঞ্জ
        • টাঙ্গাইল
      • চট্টগ্রাম
        • চাঁদপুর
        • কক্সবাজার
        • চট্টগ্রাম
      • খুলনা
        • বাগেরহাট
        • সাতক্ষীরা
      • সিলেট
        • সিলেট
        • মৌলভীবাজার
      • রাজশাহী
        • বগুড়া
      • বরিশাল
        • পটুয়াখালী
    • ভারত
  • ভ্রমণ টিপস
    • ভ্রমণ কাহিনী
    • ভ্রমণ গাইড
    • ভ্রমণ বিবিধ
  • ভ্রমণ সেবা
    • বিমানের টিকেট
      • টিকেট রি-ইস্যু
    • ট্যুর প্যাকেজ
      • সুন্দরবন ট্যুর প্যাকেজ
    • ভিসা পরামর্শ
    • এয়ার টিকেট ম্যানেজমেন্ট
  • যোগাযোগ
  • সম্পর্কে
  • ট্যুর প্যাকেজ
পড়তেছেন: লুধুয়া জমিদার বাড়ি – মতলব উত্তর, চাঁদপুর
ফন্ট রিসাইজারঅ
GoArifGoArif
ফন্ট রিসাইজারঅ
অনুসন্ধান করুন
  • ভ্রমণ টিপস
    • ভ্রমণ কাহিনী
    • ভ্রমণ গাইড
    • ভ্রমণ বিবিধ
    • ভ্রমণ গ্যালারি
    • ভ্রমণ ফটোগ্রাফি
  • ভ্রমণ সেবা
    • বিমানের টিকেট
    • টিকেট রি-ইস্যু
    • ট্যুর প্যাকেজ
    • সুন্দরবন ট্যুর প্যাকেজ
অনুসরণ করো
  • সম্পর্কে
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • ডিসক্লেইমার
  • মন্তব্য নীতি
আমি আরিফ (GoArif), বাংলাদেশি ট্রাভেল ইনফ্লুয়েন্সার। দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড, বিমানের টিকেট, ভিসা পরামর্শ, ট্যুর প্যাকেজ, ছবি ও টিপস শেয়ার করি।

Helpline: 01610515898

হোমপেজ > চাঁদপুর > লুধুয়া জমিদার বাড়ি – মতলব উত্তর, চাঁদপুর

চাঁদপুর

লুধুয়া জমিদার বাড়ি – মতলব উত্তর, চাঁদপুর

9 মিনিটে পড়া যাবে 1
শেয়ার করুন
লুধুয়া জমিদার বাড়ি - মতলব উত্তর, চাঁদপুর - Goarif

ভ্রমণ করে আসলাম ৩৫০ বছর পুরনো লুধুয়া জমিদার বাড়ি (Ludhua Jamidar Bari) থেকে! চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের মিয়াজী বাড়িতে এই জমিদার বাড়িটি অবস্থিত। প্রায় সাড়ে তিনশ বছর পূর্বের ঐতিহ্যবাহী লুধুয়া জমিদার বাড়ি টি এখনো লুধুয়া গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে দাড়িয়ে আছে।

পরিচ্ছেদসমূহ
লুধুয়া জমিদার বাড়ি – মতলব উত্তর, চাঁদপুরইতিহাসজমিদার বাড়ির অত্যাচারের কিছু নমুনাঅন্ধর মহলঅবস্থান ও স্থাপনাসমূহজমিদার প্রথার বিলুপ্তিলুধুয়া জমিদার বাড়ি ভ্রমণলুধুয়া জমিদার বাড়ির বর্তমান অবস্থাকিভাবে যাবেন
লুধুয়া জমিদার বাড়ি - মতলব উত্তর, চাঁদপুর - Wilep
লুধুয়া জমিদার বাড়ি ভ্রমণ

লুধুয়া জমিদার বাড়ি – মতলব উত্তর, চাঁদপুর


ভ্রমণ স্থানলুধুয়া জমিদার বাড়ি
বিকল্প নামমিয়াজি বাড়ি
অবস্থানমতলব উত্তর, চাঁদপুর
নির্মিত১৭০০ শতকের মাঝামাঝি
সমাপ্তি১৯৫৭
স্বত্বাধিকারীছিরাপদি মিয়াজি
ঢাকা থেকে দূরত্ব১৪৭ কিলোমিটার

এবার চলুন লুধুয়া জমিদার বাড়ি সম্পর্কে কিছু ইতিহাস জেনে নেই।

৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ সম্পর্কে পড়েছেন কি?

ইতিহাস

জমিদার ছিরাপদি মিয়াজির জমিদারিত্ব দিয়ে আজ থেকে প্রায় ৩৫০ বছর পূর্বে লুধুয়া গ্রামে জমিদারি শুরু হয়।

জমিদার ছিরাপদি মিয়াজী ছিলেন অত্যাচারী জিমিদার। লুধুয়া সহ মতলব উত্তর এর বেশিভাগ অংশই তার অধীনে ছিল। প্রজাদের সুখ-দুঃখ দেখায় সময় ছিলনা তার কাছে। জমির খাজনা দিতে কারও দেরি হলে তার অত্যাচার শুরু হতে দেরি হত না।

জিমিদার এর অনেক ঘোড়া ছিল। একেক সময় একেক ঘোড়ায় চড়ে তিনি রাজ্য পরিচালনা করতেন। আজ সেই ঘোড়া নেই তবে ঘোড়ার পানি খাওয়ার সেই ডালা (স্থানীয় ভাষায় নাউন্দা) টি আজো কালের সাক্ষি হিসেবে রয়েছে।

লুধুয়া জমিদার বাড়ি - মতলব উত্তর, চাঁদপুর - Wilep
ঘোড়ার পানি খাওয়ার সেই ডালা

ঘোড়া রাখার সেই ঘরটি নেই। সেখানে এখন হাঁস মুরগীর ফার্ম দেয়া হয়েছে।

লুধুয়া জমিদার বাড়ি - মতলব উত্তর, চাঁদপুর - Wilep
ঘোড়া রাখার স্থানে এখন মুরগীর ফার্ম দেয়া হয়েছে

ছিরাপদি মিয়াজীরা ছিলেন তিন ভাই। তবে ছিরাপদি মিয়াজীই রাজত্ব পরিচালনা করতেন।

লুধুয়া জমিদার বাড়ি - মতলব উত্তর, চাঁদপুর - Wilep
লুধুয়া জমিদার বাড়ি

তাদের জমিদারিত্ব এমন পর্যায়ে ছিল যে, লুধুয়া জিমিদার বাড়ির সামনে দিয়ে ভয়ে কেউ জুতা পরে যেতে পারত না। জমিদার বাড়ির কাছাকাছি আসলেই পায়ের জুতা খুলে হাতে নিয়ে জমিদারবাড়ি পার হবার পর পড়তে হত।

জমিদার বাড়ির অত্যাচারের কিছু নমুনা

কথিত আছে, একবার এক গরু ব্যবসায়ী ৮টি গরু নিয়ে ছেঙ্গারচর বাজার থেকে বাড়ি ফিরছিল।
ছেঙ্গারচর থেকে বাড়ি ফিরতে গিয়ে পথিমধ্যে সন্ধ্যা হয়ে যায়। আর সন্ধ্যা হয় ঠিক রাজবাড়ির কাছে এসেই।

গরু ব্যবসায়ী রাজবাড়ীতে এক রাত থাকার জন্য অনুমতি চাইলে জমিদার অনুমতি দেয়। জমিদার এর পেয়াদা (স্থানীয় ভাষায় মুনি) গরু ব্যবসায়ী কে থাকার রুম দেখিয়ে দেয়। আর তার গরু গুলো কে একটি ঘরে বেধে রাখে।

রাতে গরু ব্যবসায়ীকে খুব খাতির যত্ন করা হয়। তার ডিনার হিসেবে গরু মাংস ভুনা করা হয়। গরু ব্যবসায়ীতো এই আপ্যায়ন দেখে খুব খুশি।

সকালে যখন গরু ব্যবসায়ী চলে যাবে তখন গিয়ে দেখে তার ৮টি গরুর মধ্যে ১টি গরু নেই। গরু ব্যবসায়ী পেয়াদাদের জিগ্যেস করলে তারা বলে, রাতে যে মজা করে গরু ভুনা খেলেন এটা আপনার গরুরই মাংস ছিল! গরু ব্যবসায়ী এই কথা শুনে তো মুর্হা যাওয়ার মত অবস্থা। তিনি কোন রকমে দ্রুত সেখান থেকে চলে আসলেন।

এছাড়াও আরও একটি ঘটনা রয়েছে যা মোটামোটি মতলব এর সবারই জানা। লুধুয়া জমিদার কত ভয়ংকর রকমের অত্যাচারী ছিলেন এই ইতিহাসটি জানলে বুজতে পারবেন।

একদিন জমিদার ও তার আরেক ভাই জমিদার বাড়ির ঠিক সামনে দিয়ে যাওয়া একটি রাস্তার পাশে বসে অরাম করছিলেন। সেই সময়ে একজন সন্তান সম্ভাব্য মহিলা সেই রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন।

জিমিদার ছিরাপদি মিয়াজী তার ভাই কে বললেন, এই মহিলার যে বাচ্চা হবে সেটা হবে ছেলে। তুই কি বলিস?

জিমিদার এর ভাই এই কথা শুনে বললেন, না না… মহিলার পেটে যে বাচ্চা আছে এটি মেয়ে! এই নিয়ে দুই ভাই এর মধ্যে তর্ক বেধে গেলো। এরপর তারা তর্ক বন্ধ করে একটা সিদ্ধান্তে আসল।

তারা সিদ্ধান্ত নিল যে, তারা মহিলার পেট কেটে বাচ্চা বের করে দেখবে ছেলে নাকি মেয়ে। ভাবা যায়? অত্যাচারী দুই ভাই তাদের পরিকল্পনা অনুযায়ী মহিলাটিকে পেয়াদা দিয়ে ধরে নিয়ে তার পেট কেটে পরীক্ষা করে দেখেছিল! সন্তানটি ছেলে নাকি মেয়ে!!

এরকম বেশকিছু ঘটনা রয়েছে এই লুধুয়া জমিদার বাড়ি নিয়ে।

আরও পড়ুন: নাউরী মন্দির ও রথ

অন্ধর মহল

লুধুয়া জমিদার বাড়িতে একটি অন্ধর মহল রয়েছে। যেটা এখনো রয়েছে।

লুধুয়া জমিদার বাড়ি - মতলব উত্তর, চাঁদপুর - Wilep
অন্ধরমহল

এই অন্ধর মহলে জমিদাররা তাদের যত অপকর্ম রয়েছে সব করত এখানে। অন্ধরমহল এর একপাশে বেশ বড় একটি কুপ রয়েছে। যা বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে। কাউকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয় না।

কথিত রয়েছে, যাদের সাথে এই জমিদার এর কোন জামেলা বা যারা জমিদার এর কথা ঠিক মত পালন করত না, তাদের কে পেয়াদা দিয়ে ধরে এনে এখানে মেরে ফেলে দিত।

অবস্থান ও স্থাপনাসমূহ

চাঁদপুর থেকে লুধুয়া জমিদার বাড়ির দূরত্ব প্রায় ২৪ কিলোমিটার। চাঁদপুর থেকে লুধুয়া জমিদার বাড়ির অবস্থান উত্তরে। এটি মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের মিয়াজী বাড়িতে অবস্থিত।

পূর্বে এই জমিদার বাড়িতে অনেক স্থাপনা থাকলেও বর্তমানে ৩টি স্থাপনা অবশিষ্ট রয়েছে। এই তিনটি স্থাপনার ভিতরে জমিদার এর একটি খাসকামরাও রয়েছে। এর ভিতরে নিরাপত্তা পহরি থাকার ঘরের নিদর্শন পাওয়া যায়।

লুধুয়া জমিদার বাড়ি - মতলব উত্তর, চাঁদপুর - Wilep
আমার পিছনে জমিদার এর খাসকামরা টি রয়েছে। ঢুকার মুখেই নিরাপত্তা পহরি থাকার কক্ষ রয়েছে।

৩টি স্থাপনার সবগুলোই বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবে খুব একটা সংস্কার কাজ করা হয়নি। প্রত্যেকটি বিল্ডিংই দুই তলা বিশিষ্ট। নিরাপর্তার জন্য দুই তলা কে ভেঙ্গে এক তলা করা হয়েছে।

এছাড়া জমিদারের ঘোড়ার পানি খাওয়ার জন্য ডালা এবং কয়েকটি বড় দিঘি রয়েছে।

জমিদার বাড়ি দিঘি - Wilep
জমিদার বাড়ি দিঘি

জমিদার প্রথার বিলুপ্তি

আইয়ুব খানের আমলে এই জমিদার প্রথা বিলুপ্ত হয়ে যায়। তখন থেকেই এই লুধুয়া জমিদার বাড়ির জমিদারিত্ব বন্ধ হয়ে যায়।

এরপর অবশ্য এটা নিয়ে কেউ তেমন মাথা ঘমায় নি।

আরও পড়ুন: জজ নগর (Judge Nagar) ভ্রমণ

লুধুয়া জমিদার বাড়ি ভ্রমণ

আমি ( আরিফ হোসেন ) এবং মোফাজ্জেল অনেকদিন ধরেই জমিদার বাড়ি যাওয়ার প্লান করছিলাম। তবে সময়ের অভাবে যাওয়া হয়ে উঠছিল না। ১৩ই ফেব্রুয়ারি ২০১৯ তারিখে আমরা যাওয়ার প্লান করলাম এবং মোটরসাইকেল করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।

আমরা প্রায় দুপুর এর দিকে লুধুয়া জমিদার বাড়ি গিয়ে পৌছালাম। যদিও বাড়ি চিনতে একটু সমস্যা হয়েছে। মোফাজ্জেল এর সাথে আবুল হোসেন মিয়াজির পরিচয় ছিল আগে থেকেই। আবুল হোসেন মিয়ায়জীর বয়স ৭০ এর উপরে।

লুধুয়া জমিদার বাড়ি - মতলব উত্তর, চাঁদপুর - Wilep
মোফাজ্জেল হোসেন এর সাথে আবুল হোসেন মিয়াজী।

আবুল হোসেন মিয়াজীর বাবার নাম এলাহি বক্স মিয়াজী। তার বাবার নামঃ হাজী মোজাফফর মিয়াজী। তার বাবারা ছিলেন ৩ ভাই। কেয়া মদ্দিন মিয়াজী, এয়া মদ্দিন মিয়াজী এবং নিজাম উদ্দিন মিয়াজী! এভাবে করেই ছিরাপদি মিয়াজী পর্যন্ত চলে গিয়েছে।

আবুল হোসেন মিয়াজী আমাদেরকে পুরো জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখালেন।

লুধুয়া জমিদার বাড়ির বর্তমান অবস্থা

বর্তমানে লুধুয়া জমিদার বাড়িতে যারা আছেন তারা ৩টি পরিবারে বিভক্ত। জমিদার বাড়ির ৩টি স্থাপনা এবং পুকুর তারা তিন পরিবার ভাগ করে নিয়েছে। তিন পরিবারই তাদের ভাগের স্থাপনা গুলো পরিচর্যা এবং সংরক্ষন করেন।

লুধুয়া জমিদার বাড়ি - মতলব উত্তর, চাঁদপুর - Wilep
লুধুয়া জমিদার বাড়ি

তবে, আমরা সরেজমিনে গিয়ে যা দেখতে পাই তা হলঃ প্রত্যেকটি স্থাপনাই ভাঙ্গাচুরা। স্থাপনার দেয়ালে শৈইবাল জন্মেছে। এছাড়া নানা উদ্ভিত জন্মে আছে দেয়ালে। জানালা গুলো কাঠ দিয়ে আটকানো।

বাড়িতে নানা জাতের মুরগীর খামার দেয়া আছে। পুকুর গুলোতে মাছ চাষ করা হয়। এছাড়া নতুন মসজিদ তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: খোদাই পুকুর রহস্য

কিভাবে যাবেন

চাঁদপুর থেকে লুধুয়া জমিদার বাড়ির দূরত্ব প্রায় ২৪ কিলোমিটার। আপনি চাঁদপুর থেকে CNG করে মতলব বাজারে চলে আসতে পারবেন। ভাড়া নিবে ৪০টাকা। মতলব বাজারে নেমে কিছু নাস্তা করে নিতে পারেন। এরপর নৌক দিয়ে নদী পার হতে হবে আপনাকে। অথবা আপনি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে, চাঁদপুর থেকে নতুন ব্রিজে করে সিপাইকান্দি চলে আসতে পারবেন। ব্রিজটি কিছুদিন আগেই উদ্বোধন করা হয়েছে। এছাড়া নদী পারাপারের জন্য ফেরি রয়েছে।

নৌক দিয়ে নদী পার হয়ে যান। নৌক দিয়ে নদী পার হতে ৫টাকা নিবে। আবার ঘাটেও ৫ টাকা নিবে। আর ব্রিজ দিয়ে আসলে এই টাকা দিতে হবে না।

নদী পার হয়ে আপনি গজরা বাজার যাওয়ার জন্য CNG বা মোটরসাইকেল পাবেন। CNG বা মোটরসাইকেলে উঠার আগে বলে দিবেন আপনি লুধুয়া কলেজ এর সামনে নেমে যাবেন।

লুধুয়া কলেজের সামনে নামার পর যে কাউকে জিগ্যেস করলেই আপনাকে লুধুয়া জমিদার বাড়ি দেখিয়ে দিবে।


ফেসবুক: Wilep

আর্টিকেল শেয়ার করুন
ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিঙ্কডইন লিংক কপি করুন
3 Comments 3 Comments
  • Avatar Of নুরআলম মজুমদার মিঞাজী ওরুফে আলম মিঞাজী নুরআলম মজুমদার মিঞাজী ওরুফে আলম মিঞাজী বলেছেন:
    আগস্ট 26, 2019; 4:40 অপরাহ্ন এ

    খুব ভালো লাগলো চাঁনপুর, মতলবপুর এর লুধুয়া র মিরাশদার মিঞাজী বাড়ির মিয়াদের মিয়াগিরির শুনে।
    আচ্ছা মিঞাজী পদবির অর্থ কি মিঞাজী বাড়ির মিঞাদের কাছে থেকে জেনে নিয়েছিলেন তো, না জানলে জেনে নিন।
    মিঞাজী/ মিয়াজী পদবীর অর্থ?
    মিঞাজী/মিয়াজীঃ-
    (মিঞা + জী ) = মিঞাজী

    মিঞা/মিয়াঃ- মিঞা মুসলিম উচ্চ পদস্ত সামাজিক ব্যক্তিকে সম্বোধন করার জন্য ব্যবহৃত সম্ভ্রম সূচক শব্দ।
    মিঞা ফার্সী শব্দ এর অর্থ হলো প্রভু,সর্দার,প্রধান ইত্যাদি।
    জীঃ জী সম্মান সূচক শব্দ, এর অর্থ জনাব,সাহেব,
    মহাশয় ইত্যাদি।

    মিঞাজীঃ-
    মিঞাজী পদবী মুসলীম সমাজে উচ্চ পদস্ত সর্বেসবা মর্যাদাশীল সামাজিক ব্যক্তিকে সম্বোধন করার জন্য ব্যবহৃত সম্ভ্রম সূচক শব্দ।
    মিঞাজী অর্থ হলোঃ- মহাপ্রভু, সর্বোপ্রধান বা প্রধানজী,সর্দারে আলা ইত্যাদি।

    জবাব
    • Avatar Of Goarif GoArif বলেছেন:
      আগস্ট 27, 2019; 2:50 পূর্বাহ্ন এ

      আপনাকে ধন্যবাদ।

      জবাব
  • Avatar Of Goarif GoArif বলেছেন:
    ফেব্রুয়ারি 14, 2019; 10:47 অপরাহ্ন এ

    লুধুয়া জমিদার বাড়িটি মতলব এর গর্ব। আপনি লুধুয়া মিয়াজী বাড়ির দেখে আরও ভালো লাগল। আপনাকেও অনেক ধন্যবাদ Hridoy ভাই 🙂

    জবাব

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সুন্দরবন ট্যুর প্যাকেজ

জাহাজ/ শিপে সমুদ্র ভ্রমণ (৩ দিন ২ রাত) মাত্র ৭,৫০০ টাকা থেকে শুরু। এসি এবং নন-এসির বিলাসবহুল শিপে আজই আপনার ভ্রমণ অভিজ্ঞতা নিন। আর মেতে উঠুক ভ্রমণ আনন্দে।
বুক করুন

👍 আপনার জন্য আরও

গোলাপ গ্রাম ভ্রমণ - সাদুল্লাপুর, বিরুলিয়া, সাভার - Goarif
গোলাপ গ্রাম ভ্রমণ – সাদুল্লাপুর, বিরুলিয়া, সাভার
13 মিনিটে পড়া যাবে
ভ্রমণের জরুরী নাম্বার - Goarif
ভ্রমণের জরুরী নাম্বার গুলো জানেন তো? (ইউরোপ মহাদেশ)
3 মিনিটে পড়া যাবে
মাধবপুর লেক ভ্রমণ - মৌলভীবাজার, সিলেট - Wilep
মাধবপুর লেক ভ্রমণ – মৌলভীবাজার, সিলেট
3 মিনিটে পড়া যাবে
বাণিজ্যিক ইভেন্ট বনাম ব্যক্তিগত ভ্রমণ - Wilep
বাণিজ্যিক ইভেন্ট বনাম ব্যক্তিগত ভ্রমণ
12 মিনিটে পড়া যাবে
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প ও ধনাগোদা নদী ভ্রমণ - Goarif
মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প ও ধনাগোদা নদী ভ্রমণ
8 মিনিটে পড়া যাবে

আপনার জন্য আরও

মোহনপুর পর্যটন লিমিটেড - মতলব উত্তর, চাঁদপুর - Goarif
চাঁদপুর

মোহনপুর পর্যটন লিমিটেড – মতলব উত্তর, চাঁদপুর

13 মিনিটে পড়া যাবে
হামিদ মিয়া জমিদার বাড়ি, চাঁদপুর - Goarif
চাঁদপুর

হামিদ মিয়া জমিদার বাড়ি ভ্রমণ, চাঁদপুর

6 মিনিটে পড়া যাবে
নেদায়ে ইসলাম - ফরাযীকান্দী, চাঁদপুর - Goarif
চাঁদপুর

নেদায়ে ইসলাম – ফরাযীকান্দী, মতলব উত্তর, চাঁদপুর

19 মিনিটে পড়া যাবে
আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলামিয়া - Goarif
চাঁদপুর

আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলামিয়া – এখলাছপুর

6 মিনিটে পড়া যাবে
GoArif Logo GoArif Logo

আমি আরিফ (GoArif), বাংলাদেশি ট্রাভেল ইনফ্লুয়েন্সার। ভ্রমণ গাইড, টিকেট, প্যাকেজ ও টিপস শেয়ার করি।

  • সম্পর্কে
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • ডিসক্লেইমার
  • মন্তব্য নীতি
+88 01610-515898

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত আমাদের ফোন করতে পারেন বা যেকোনো সময় হোয়াটসঅ্যাপে মেসেজ বা ইমেইল করতে পারেন।

Facebook Twitter Youtube Instagram Linkedin

©️ GoArif, সর্বস্বত্ব সংরক্ষিত

GoArif অ্যাপ

গুগল প্লে স্টোর

DMCA দ্বারা

সাইট প্রোটেক্টেড

GoArif Logo GoArif Logo

আমি আরিফ (GoArif), বাংলাদেশি ট্রাভেল ইনফ্লুয়েন্সার। দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড, বিমানের টিকেট, ভিসা পরামর্শ, ট্যুর প্যাকেজ, ছবি ও টিপস শেয়ার করি।

  • সম্পর্কে
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • ডিসক্লেইমার
  • মন্তব্য নীতি
01610-515898

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত আমাদের ফোন করতে পারেন বা যেকোনো সময় হোয়াটসঅ্যাপে মেসেজ বা ইমেইল করতে পারেন।

Facebook Twitter Youtube Instagram Linkedin

©️ GoArif, সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Sign in to your account

Lost your password?