সকল ভ্রমণ বন্ধুকে ঈদের শুভেচ্ছা: ঈদ মোবারক । আশাকরি মহান আল্লাহ্ তায়ালার রহমতে সকলেই ভালো আছেন। পবিত্র ঈদুল আযহার আর কিছু দিন বাকি মাত্র। ইতিমধ্যে ঈদুল ফিতর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে।
অনেকে ঈদুল ফিতর “রমজান” সিয়াম সাধনার মাসে রোজা রেখে বিভিন্ন স্থানে ভ্রমণে গিয়েছেন বা সামনে যাবেন। তাদের জন্য পোস্ট এর শেষে কিছু ভ্রমণ টিপস থাকবে। আশাকরি ভ্রমণ টিপস গুলো ফলো করবেন।
তাছাড়া ঈদুল ফিতরের রমজানে সময় এবং ঈদুল আযহার এই সময় প্রচণ্ড গরম পরছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি এর উপরে! তাই আপনাকে অবশ্যই গরমের ভ্রমণ টিপস গুলো ভালো করে ফলো করতে হবে। তা না হলে, অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
অনেক বক বক হল। চলুন এবার আজকের পোস্টে মূল আলোচনায় আসা যাক।
পড়ুন: গরমে আরামদায়ক ভ্রমণের গুরুত্বপূর্ণ টিপস
ঈদের শুভেচ্ছা: ঈদ মোবারক
ঈদের শুভেচ্ছা
সবাইকে “GoArif” এর পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা বাণী “ঈদ মোবারক” । পবিত্র এই রমজানের ঈদ ভালো কেটেছে এবং পবিত্র ঈদুল আযহা ও আশাকরি আপনার ভালো মতই কাটবে। আপনার ঈদ ভালো কাটুক এই দোয়া করি।
এবারের ঈদে ভ্রমণ নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে তা নিচের মন্তব্য বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আমি প্রত্যেক টি মন্তব্যের উত্তর দিব। আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম।
আরও: ভ্রমণ দিবস
ঈদ মোবারক কার্ড
চলুন এবার ঈদ এর কিছু ঈদ মোবারক কার্ড দেখা যাক… আশাকরি ঈদ এর এই “ঈদ মোবারক কার্ড” গুলো আপনার পছন্দ হবে।






এছাড়া আপনি গুগল করলে আরও প্রচুর ঈদ কার্ড পেয়ে যাবেন।
আরও: ভ্রমণের দোয়া
ঈদের শুভেচ্ছা মেসেজ
ঈদের শুভেচ্ছা মেসেজ গুলো নিচে দেয়া হল। তবে এই শুভেচ্ছা মেসেজ গুলো আপনি আপনার ভ্রমণ বন্ধুকে পাঠাতে পারেন। চলুন ঈদের শুভেচ্ছা মেসেজ এর কিছু চমৎকার SMS / মেসেজ দেখে নেই। নিচে বাংলা সেরা ঈদ SMS নিউ কালেকশন গুলো দেয়া হল:
বাংলা সেরা ঈদ SMS নিউ কালেকশন
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] হাঁসের ডিম মুরগির ডিম
“দেখা হবে ঈদের দিন”
ঈদ মানে আনন্দ ‘ঈদ মানে খুশি’
ঈদের দাওয়াত না দিলে
মারবো একটা ঘুষি!
ঈদের শুভেচ্ছা: ঈদ মোবারক
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
ঈদের শুভেচ্ছা: ঈদ মোবারক
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে
জানাই সবাই কে “অগ্রিম ঈদের শুভেচছা”
ঈদ মোবারক.
ঈদের শুভেচ্ছা: ঈদ মোবারক
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন ।
তুমি আসলে দুজনে মিলে আনন্দ করবো সারাক্ষণ ।
বন্ধু তুমি আসবে বলে দরজায় থাকি দরিয়ে ।
ঈদ মোবারক , শুভ হোক তোমার ঈদের দিন ।
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] দিনে গরম রাতে শীত সামনে আসছে কুরবানি ঈদ,
সাদা রুটি মাংসের ঝোল, খেতে তোমরা করোনা ভুল ।
ঈদে থাকব হাসি খুশি তোমাকে চাই পাশাপাশি।
ঈদের শুভেচ্ছা: ঈদ মোবারক
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক
আপনার সারাটি বছর, সারাটি জীবন।
এই কামনায় “ঈদ মোবারাক”
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] শপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পুরনো হোক।
দু:খ দুরে যাক,
সুখে জীবন ভরে যাক।
জীবনটা হোক ধন্য,
ঈদ মোবারাক তোমার জন্য।
ঈদ মোবারাক!!
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] আজ দু:খ ভুলার দিন,
আজ মন হবে যে রঙ্গিন।
আজ প্রান খুলে শুধু গান হবে,
আজ সুখ হবে সিমাহীন।
তার একটাই কারন,
আজ যে ঈদের দিন।
ঈদ মোবারাক !
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] নতুন সকাল নতুন দিন।
শুভ হোক ঈদের দিন।
নতুন রাত বাকা চাঁদ।
রঙ্গীন হোক ঈদের রাত।
ঈদের শুভেচ্ছা: ঈদ মোবারক
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] কিছু কথা অব্যাক্ত রয়ে যায়,
কিছু অনুভূতি মনের মাঝে থেকে যায়,
কিছু স্মৃতি নিরবে কেদে যায়,
শুধু এই একটি দিন সব ভুলিয়ে দেয়
ঈদের ছন্দ – ঈদ মোবারক
নিচে কিছু ঈদের ছন্দ দেয়া হল। কপি করে আপনার বন্ধুকে পাঠিয়ে দিতে পারেন।
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] তোর ইচ্ছে গুলো উরে চলুক পাখনা দুটি মেলে,
দিন গুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে,
অপূর্ন না থাকে যেন তোর কোনো শখ,
এই কামনায় বন্ধু তোকে “ঈদ মোবারক”
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] ঈদের শুভেচ্ছা জানাই তোমাকে,
অনেক বেশি খুশি ঘিরে রাখুক তোমাকে,
সব আপনজনের মায়া মাতিয়ে রাখুক তোমাকে,
শুধু যখন সালামি পাবে মনে করিও আমাকে
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] এই এসএমএস, যার কাছে যাবি,
যাকে পাবি, তাকেই আমার সালাম দিবি,
লাল গোলাপের ভালোবাসা দিয়ে ঈদের দাওয়াত জানাবি,
আর মিষ্টি করে বলবি ঈদ মোবারক
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] বলছি আমি আমার কথা,
ঈদে থাকবে নাকো মনের ব্যাথা,
আমার জীবনে অনেক চাওয়া,
ঈদ থেকে সব পাওয়া,
ঈদের প্রতি তাই এত্ত ভালোবাসা,
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] শুভেচ্ছা রাশি রাশি গরু না খাসি?
টিক্কা না ঝালফ্রাই?
এনটিভি না চ্যানেল-আই?
রিলাক্স না বিজি?
শাড়ি না শার্ট?
Wishing from heart …
EID MUBARAK
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] পড়েছে আজ চাঁদের নজর,
তাইতো পেলাম ঈদের খবর।
হাসছে চাঁদ আজ জুড়ে আকাশ,
সবাই পেলো ঈদের বাতাস।19) ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে ।
“ঈদের অভিনন্দন”
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] ঈদ আনে বস্তা ভর্তি খুশি,
তাই তুমি খেয়ো পেট পুরে
পোলাও আর খাশি।
তাই বলে ঈদ কখনো হবে না বাসি,
ঈদ মোবারক।
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] তোর ইচ্ছাগুলো উড়ে বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] ঈদের দাওয়াত তোমার তরে,
আসবে তুমি আমার ঘরে।
কবুল করো আমার দাওয়াত,
না করলে পাবো আঘাত।
তখন কিন্তু দেবো আড়ি,
যাবো না আর তোমার বাড়ি।
ঈদ মোবারক সবাই কে ।
“ঈদের ছন্দ”
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] চাঁদ উঠেছে ফুল ফুটেছে দেখবি কে কে আয়,
নতুন চাঁদের আলো এসে পড়ল সবার গায় ।
ঈদের ছন্দ
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] ঈদ আসতে 1 দিন বাকি…..!
এতো খুশি কোথায় রাখি……!
বলাটা অনেক ইজি! ঈদের কাজে সবাই বিজি…!
একটি বছর ঘুরে আসবে সেই দিন….!
ঈদের খুশি বিলিয়ে দেওয়ার প্রস্তুতি নিন….!
অনেকেই বিজি ঈদের কাজে….!
আনান্দ টা সবার মাঝে…….!
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] হ্যালো প্রিয় এন্ড প্রিয়তম,
আর মাত্র কয়েক দিন |
আসছে সবার খুশির দিন !
নতুন জামা কিনে নিন,
সময় নেই বেশি দিন|
দাওয়াত রইল অগ্রিম,
আসবেন কিন্তু ঈদের দিন,
অপেক্ষায় থাকবো সারাদিন..
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] দূরের মানুষ আসুক কাছে,
কাছের জন থাকুক পাশে,
মন ছুটে যাক তোমার টানে,
নয়া চাদের আগমনে,
কাটুক খুশি সবার মনে
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] ঈদ মানে হাসি, ঈদ মানে আশা।
ঈদ মানে তোমার প্রতি আমার ভালোবাসা।
ঈদ মানে দুর আকাশে মিষ্টি চাঁদের হাসি।
ঈদ মানে সুখ সাগরে সবাই মিলে ভাসি।
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] আকাশের নীল দিয়ে, হৃদয়ের ছোঁয়া দিয়ে,
সবুজের অরণ্য দিয়ে, সাগরের গভীরতা দিয়ে
তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা।
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] সারা দেশে চলছে ঈদের উত্সব।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।
ঈদ মানে হাজার কষ্টের মাঝেও একটুখানি হাসি।
ঈদ মোবারক।
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
[mks_icon icon=”fa-star” color=”#46a800″ type=”fa”] আমার বাড়ি আইসো সখী নতুন সাজে সেজে,
ঈদের পোশাক দিব তোমায় বইসো আমার পাশে।
পোলাও কোরমার সাথে দিব 7 আপ খেতে।
ঈদের দিন করবো মাস্তী দুজন মোরা মিলে।
ঈদের ছন্দ
রোজার ভ্রমণ টিপস
রমজানের সময় রোজা রেখে কিভাবে ভ্রমণ করবেন তার কিছু টিপস নিচে দেয়া হল। যদিও অনেকেই রমজানের সময় রোজা রেখে ভ্রমণ করতে ইচ্ছা পোষন করেন না। কারন, রমজানে রোজা রেখে ভ্রমণ করা খুবই কষ্টকর।
আবার সেটা যদি হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়! তাহলে তো ভ্রমণের প্রশ্নই আসে না। এরপরও কেউ যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই নিচের টিপস গুলো ফলো করে ভ্রমণ করতে পারেন। তবে এক্ষেত্রেও সাবধান থাকতে হবে।
- ভ্রমণের সময় হালকা / পাতলা গড়নের জামা কাপড় পরিধান করুন।
- ভ্রমণের সময় সাথে নরম ভেজা তোয়ালে রাখতে পারেন।
- ছাতা, সানগ্লাস, মাক্স অবশ্যই সাথে করে নিয়ে নিবেন।
- ঠান্ডা পানি রাখতে পারেন যাতে বেশি ঘেমে গেলে মুখ ধুতে পারেন। তবে মাথায় পানি দিবেন না। এতে জ্বর হতে পারে। প্রয়োজনে ভেজা তোয়ালে দিয়ে শরীর, মাথা, ঘাড় মুছে নিতে পারেন।
- কিছুক্ষণ ভ্রমণের পর ছায়ায় বিশ্রাম নিয়ে নিন।
- সাথে ভারি ব্যাগ বহন করা থেকে বিরত থাকুন।
- ভ্রমণে নামাজের সময় আপনার ব্যাগ, মোবাইল এবং জুতা নিরাপদ স্থানে রাখুন।
- রোজা রেখে উচু পাহাড়ে ট্র্যাকিং করা থেকে বিরত থাকুন।
- রোজা রেখে নদী ভ্রমণে সাতার কাটা থেকে বিরত থাকুন। কারন, সাঁতার কাটার সময় আপনার শরীরের এনার্জি দ্রুত ফুরিয়ে আসবে।
আশাকরি উপরে দেয়া ভ্রমণ টিপস গুলো রোজা রেখে ভ্রমণ করার ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়া ভ্রমণে যে কোন সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রেহাই পেতে সর্বদা সতর্ক থাকুন।
আবারও ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের ভ্রমণ বন্ধু আমি আরিফ হোসেন। ভালো থাকবেন। ভালো রাখবেন। আপনার ভ্রমণ হোক আনন্দময়। আল্লাহ্ হাফেজ।
সব শেষে আবারও আপনাকে ঈদের শুভেচ্ছা: ঈদ মোবারক জানাচ্ছি। ধন্যবাদ।
ইনস্টাগ্রাম: GoArif