GoArifGoArifGoArif
  • দর্শনীয় স্থান
    • বাংলাদেশ
      • ঢাকা
        • ঢাকা
        • মুন্সিগঞ্জ
        • নারায়ণগঞ্জ
        • মানিকগঞ্জ
        • টাঙ্গাইল
      • চট্টগ্রাম
        • চাঁদপুর
        • কক্সবাজার
        • চট্টগ্রাম
      • খুলনা
        • বাগেরহাট
        • সাতক্ষীরা
      • সিলেট
        • সিলেট
        • মৌলভীবাজার
      • রাজশাহী
        • বগুড়া
      • বরিশাল
        • পটুয়াখালী
    • ভারত
  • ভ্রমণ টিপস
    • ভ্রমণ কাহিনী
    • ভ্রমণ গাইড
    • ভ্রমণ বিবিধ
  • ভ্রমণ সেবা
    • বিমানের টিকেট
      • টিকেট রি-ইস্যু
    • ট্যুর প্যাকেজ
      • সুন্দরবন ট্যুর প্যাকেজ
    • ভিসা পরামর্শ
    • এয়ার টিকেট ম্যানেজমেন্ট
  • যোগাযোগ
  • সম্পর্কে
  • ট্যুর প্যাকেজ
পড়তেছেন: ৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ – মতলব, চাঁদপুর
ফন্ট রিসাইজারঅ
GoArifGoArif
ফন্ট রিসাইজারঅ
অনুসন্ধান করুন
  • ভ্রমণ টিপস
    • ভ্রমণ কাহিনী
    • ভ্রমণ গাইড
    • ভ্রমণ বিবিধ
    • ভ্রমণ গ্যালারি
    • ভ্রমণ ফটোগ্রাফি
  • ভ্রমণ সেবা
    • বিমানের টিকেট
    • টিকেট রি-ইস্যু
    • ট্যুর প্যাকেজ
    • সুন্দরবন ট্যুর প্যাকেজ
অনুসরণ করো
  • সম্পর্কে
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • ডিসক্লেইমার
  • মন্তব্য নীতি
আমি আরিফ (GoArif), বাংলাদেশি ট্রাভেল ইনফ্লুয়েন্সার। দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড, বিমানের টিকেট, ভিসা পরামর্শ, ট্যুর প্যাকেজ, ছবি ও টিপস শেয়ার করি।

Helpline: 01610515898

হোমপেজ > চাঁদপুর > ৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ – মতলব, চাঁদপুর

চাঁদপুর

৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ – মতলব, চাঁদপুর

6 মিনিটে পড়া যাবে 2
শেয়ার করুন
৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ - মতলব, চাঁদপুর - Wilep

ঘুরে আসলাম ৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ – ছোট হলদিয়া, মতলব উত্তর, চাঁদপুর থেকে। এটি একটি পূরণ নিদর্শন যা চাঁদপুর জেলার দর্শনীয় স্থান সমূহ গুলোর মধ্যে একটি। আজকে আমি আপনাকে নিয়ে যাব ছোট হলদিয়া গ্রামের সেই বিখ্যাত এবং প্রাচীন এক গম্বুজ মসজিদে।

পরিচ্ছেদসমূহ
১ গম্বুজ মসজিদ – ছোট হলদিয়াএকনজরে ১ গম্বুজ মসজিদইতিহাস১ গম্বুজ মসজিদ ভ্রমণছোট হলদিয়া গ্রামসরকার বাড়ী জামে মসজিদমসজিদ এর বর্তমান অবস্থা

তো চলুন শুরু করা যাক…

নাউরী মন্দির ও রথ – মতলব, চাঁদপুর পড়েছেন কি?

৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ - মতলব, চাঁদপুর - Wilep
আমার পিছনে ৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ!

১ গম্বুজ মসজিদ – ছোট হলদিয়া


প্রথমে ছোট হলদিয়া গ্রামের ১ গম্বুজ মসজিদ সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জানা যাক।

একনজরে ১ গম্বুজ মসজিদ

ভ্রমণ স্থান১ গম্বুজ মসজিদ
অবস্থানসরকার বাড়ী, ছোট হলদিয়া গ্রাম, মতলব উত্তর, চাঁদপুর
আনুমানিক বয়স৪০০ বছর
স্থাপন করেনরুপ সরকার
গম্বুজ সংখ্যা১টি
আকারছোট
প্রথম মুসল্লির সংখ্যা৪ জন

ইতিহাস

ছোট হলদিয়া গ্রাম এর এই মসজিদ টি ১ গম্বুজ মসজিদ নামে পরিচিতি থাকলেও এর সঠিক নাম ছোট হলদিয়া সরকার বাড়ী জামে মসজিদ।

আজ থেকে প্রায় ৪০০ বছর পুর্বে এই মসজিদ টি তৈরি করেন রুপ সরকার। রুপ সরকার সহ আরও ৩ জনের পরিবার মিলে প্রথম ৪জনের পরিবার দিয়ে এই সরকার বাড়ীর যাত্রা শুরু হয়। এরপর তাদের নামাজের জন্য সরকার বাড়ীর প্রথম এই এক গম্বুজ এর মসজিদ টি নির্মাণ করেন রুপ সরকার।

কথিত আছে, নদীতে চড় পরে এখানে প্রথম মানুষের বসবাস শুরু হয়। তখন এই গ্রাম এর চারপাশে কুমিরের খুব আনাগোনা ছিল। কেউ ভয়ে চরের পাড়ে যেতো না। অনেক কে নাকি কুমির ধরেও নিয়ে গিয়েছে।

সরকার বাড়ীর এই ৪ পরিবার এসেছিলেন ৪ জায়গা থেকে। এখানে এসে বাড়ি করে তার নাম দেন সরকার বাড়ী। এরপর নামাজের জন্য জামে মসজিদ টি নির্মাণ করেন।

১ গম্বুজ মসজিদ ভ্রমণ

মতলব উত্তর উপজেলা থেকে এই ১ গম্বুজ মসজিদ এর দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। বড় হলদিয়া গ্রাম এর পরেই এর অবস্থান। আমি মোটরসাইকেল করে বড় হলদিয়া গ্রাম দিয়ে ভিতরে প্রবেশ করেছি।

গ্রামের ভিতর দিয়ে রাস্তা চলে গিয়েছে একেবেকে। কোথাও কাচা আবার কোথাও ইট বসানো রাস্তা। আবার কোথাও কোথাও রাস্তা থেকে ইট সরে গিয়েছে। এখন এমন অবস্থা যে না কাচা তো না পাকা রাস্তা। রাস্তার এই অবস্থার কারনে আমাকে মোটরসাইকেল খুব সাবধানতার সাথে ধীরে চালাতে হচ্ছে।

রাস্তা দিয়ে যেতে যেতে বেশ কয়েকজন কে জিজ্ঞেস করলাম এক গম্বুজ মসজিদ টি কোন দিকে। কিন্তু দুঃখের বিষয় অনেকেই একই গ্রামের হয়েও এই ৪০০ বছর পুরনো মসজিদ টির কথা জানে না। কয়েকজন যারা বলতে পারলেন তারা আঙ্গুল দিয়ে পথ দেখিয়ে দিলেন।

আরও: মতলব উত্তর উপজেলা পরিচিতি

ছোট হলদিয়া গ্রাম

ছোট হলদিয়া গ্রাম কে স্থানীয় ভাষায় অনেকে ছোট হইলদিয়া বা ছোট হলদিয়া গ্রাম নামে ডাকে। একেবেকে গ্রামের রাস্তা দিয়ে চলে আসলাম ছোট হলদিয়া বাজারে।

গাড়ী থামিয়ে একজন কে জিজ্ঞেস করলাম এক গম্বুজ মসজিদ টি কোন দিকে। তিনি হাসি হাসি মুখ করে আমাকে কারন জিজ্ঞেস করলেন। আমি বললাম, দর্শনীয় স্থান ঘুরতে এসেছি। এরপর তিনি আমাকে হাতে ইশারা করে দেখিয়ে দিলেন।

ছোট হলদিয়া বাজার থেকে ১০৭ নং সরকারী প্রথমিক বিদ্যালয় এর পিছন দিক দিয়ে একটি রাস্তা চলেগিয়েছে সরকার বাড়ীর দিকে। আমি সে পথ ধরেই এগুতে থাকলাম। বাড়ির ভিতরে অবশ্য চিপা রাস্তা রয়েছে। তবে, মোটরসাইকেল নেয়া যায় অনায়াসেই।

গ্রামের একটু ভিতরে প্রবেশ করতেই দেখা মিলল সেই বিখ্যাত এক গম্বুজ মসজিদ বা ৪০০ বছরের পুরনো সরকার বাড়ী জামে মসজিদ এর সাথে।

৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ - মতলব, চাঁদপুর - Wilep
৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ।

মসজিদ টি ১২নং ফরাজিকান্দি, ছোট হলদিয়া ৩ নং ওয়ার্ডের সরকার বাড়িতে অবস্থিত।

সরকার বাড়ী জামে মসজিদ

মোটরসাইকেল একপাশে রেখে মসজিদ এর কাছে গিয়ে পর্যবেক্ষণ করতে থাকলাম। অনেক পুরনো মসজিদ কিন্তু বুজার উপায় নেই। দেখলে মনে হবে না এই মসজিদটি ৪০০ বছরের পুরনো। তবে পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়েছে যখন মনির হোসেন সরকার (মনু) সাহেবের সাথে কথা হয়।

এক গম্বুজ মসজিদ এর ঠিক পাশেই একটি বিশাল পুকুর রয়েছে। পুকুর এর আরেক পাশেই রয়েছে আরেকটি বিশাল বড় মসজিদ।

৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ - মতলব, চাঁদপুর - Wilep
মসজিদ এর পাশেই পুকুর।

মনু সাহেবের সাথে আমার সেখানেই পরিচয়। নতুন মসজিদ এর পাশেই কাজ চলছিল। ওনি ওইখানেই কাজ পর্যবেক্ষণ করছিলেন। আমি ডাকাতেই তিনি আমার সাথে পরিচিত হলেন এবং মসজিদ সম্পর্কে বলা শুরু করলেন।

৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ - মতলব, চাঁদপুর - Wilep
৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ এর সাথে মনু সাহেব।

মনির হোসেন সরকার (মনু) সাহেব এর বাসা সরকার বাড়ীতেই। ওনার বসয় আনুমানিক ৬০ বছর। তিনিই বর্তমানে পুরনো ১ গম্বুজ মসজিদ এবং নতুন জামে মসজিদ এর দায়িত্বে আছেন। পরিচর্যা থেকে শুরু করে যাবতীয় কাজ ওনার মাধ্যমেই হয়।

আরও পড়ুন: মান্দারতলী আদর্শ গ্রাম

মসজিদ এর বর্তমান অবস্থা

মনু সাহেব এর কথা অনুযায়ী মসজিদ টি আগের মত নেই। এটাকে তিনি নতুন করে সংস্কার করেছেন। যাতে মসজিদটি নষ্ট হয়ে পুরনো এই মসজিদ টি বিলুপ্ত হয়ে না যায়।

মনু সাহেব আরও বলেন, মসজিদটি পূর্বের তুলনায় অনেকে ডেবে গিয়েছে (মাটির নিচে চলে গিয়েছে) । মসজিদ এর গম্বুজটির চারপাশে নানা রকম কারুকাজ করা ছিল, যা এখন নেই। বেশ কয়েকটি নিশান ছিল, যা বর্তমানে নেই।

৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ - মতলব, চাঁদপুর - Wilep
১ গম্বুজ মসজিদের দরজা।

১ গম্বুজ মসজিদটির দরজা/প্রবেশ পথ ১টি। যেটি কাঠের তৈরি। মসজিদ এর জানালার সংখ্যা ও ১টি। মসজিদ এর দরজা সবসময় (বিশেষ প্রয়োজন ছাড়া) বন্ধ থাকে। জানালা দিয়ে যতটুকু দেখা গিয়েছে, ভিতরে ৫/৬ জন নামাজ পরার মত জায়গা রয়েছে।

৪০০ বছরের পুরনো ১ গম্বুজ মসজিদ - মতলব, চাঁদপুর - Wilep
১ গম্বুজ মসজিদের জানালা।

মনু সাহেব বলেন, আমরা সব সময় জায়গাটা পরিষ্কার পরিছন্ন রাখি। কেউ এখানে নামাজ পড়ে কিনা জিজ্ঞেস করায় তিনি বলেন, পুরুষ কেউ নামাজ পরে না তবে, মাঝে মাঝে মহিলারা দূর থেকে এখানে নামাজ পড়তে আসে।


ফেসবুক: Wilep

আর্টিকেল শেয়ার করুন
ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিঙ্কডইন লিংক কপি করুন
মন্তব্য করুন মন্তব্য করুন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সুন্দরবন ট্যুর প্যাকেজ

জাহাজ/ শিপে সমুদ্র ভ্রমণ (৩ দিন ২ রাত) মাত্র ৭,৫০০ টাকা থেকে শুরু। এসি এবং নন-এসির বিলাসবহুল শিপে আজই আপনার ভ্রমণ অভিজ্ঞতা নিন। আর মেতে উঠুক ভ্রমণ আনন্দে।
বুক করুন

👍 আপনার জন্য আরও

ঈদের শুভেচ্ছা: ঈদ মোবারক - Goarif
ঈদের শুভেচ্ছা: ঈদ মোবারক
11 মিনিটে পড়া যাবে
বাংলাদেশ ভ্রমণ - Goarif
বাংলাদেশ ভ্রমণ
6 মিনিটে পড়া যাবে
মতলব উত্তর উপজেলা পরিচিতি - Goarif
মতলব উত্তর উপজেলা পরিচিতি
8 মিনিটে পড়া যাবে
একাকী ভ্রমণ কারীদের তালিকা বাংলাদেশ - Wilep
একাকী ভ্রমণ কারীদের তালিকা: বাংলাদেশ
2 মিনিটে পড়া যাবে
একদিনে সুনামগঞ্জ ভ্রমণ - Goarif
একদিনে সুনামগঞ্জ ভ্রমণ
5 মিনিটে পড়া যাবে

আপনার জন্য আরও

মোহনপুর পর্যটন লিমিটেড - মতলব উত্তর, চাঁদপুর - Goarif
চাঁদপুর

মোহনপুর পর্যটন লিমিটেড – মতলব উত্তর, চাঁদপুর

13 মিনিটে পড়া যাবে
হামিদ মিয়া জমিদার বাড়ি, চাঁদপুর - Goarif
চাঁদপুর

হামিদ মিয়া জমিদার বাড়ি ভ্রমণ, চাঁদপুর

6 মিনিটে পড়া যাবে
নেদায়ে ইসলাম - ফরাযীকান্দী, চাঁদপুর - Goarif
চাঁদপুর

নেদায়ে ইসলাম – ফরাযীকান্দী, মতলব উত্তর, চাঁদপুর

19 মিনিটে পড়া যাবে
আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলামিয়া - Goarif
চাঁদপুর

আল মাদ্রাসাতুল আরাবিয়া ইসলামিয়া – এখলাছপুর

6 মিনিটে পড়া যাবে
GoArif Logo GoArif Logo

আমি আরিফ (GoArif), বাংলাদেশি ট্রাভেল ইনফ্লুয়েন্সার। ভ্রমণ গাইড, টিকেট, প্যাকেজ ও টিপস শেয়ার করি।

  • সম্পর্কে
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • ডিসক্লেইমার
  • মন্তব্য নীতি
+88 01610-515898

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত আমাদের ফোন করতে পারেন বা যেকোনো সময় হোয়াটসঅ্যাপে মেসেজ বা ইমেইল করতে পারেন।

Facebook Twitter Youtube Instagram Linkedin

©️ GoArif, সর্বস্বত্ব সংরক্ষিত

GoArif অ্যাপ

গুগল প্লে স্টোর

DMCA দ্বারা

সাইট প্রোটেক্টেড

GoArif Logo GoArif Logo

আমি আরিফ (GoArif), বাংলাদেশি ট্রাভেল ইনফ্লুয়েন্সার। দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড, বিমানের টিকেট, ভিসা পরামর্শ, ট্যুর প্যাকেজ, ছবি ও টিপস শেয়ার করি।

  • সম্পর্কে
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা
  • ডিসক্লেইমার
  • মন্তব্য নীতি
01610-515898

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত আমাদের ফোন করতে পারেন বা যেকোনো সময় হোয়াটসঅ্যাপে মেসেজ বা ইমেইল করতে পারেন।

Facebook Twitter Youtube Instagram Linkedin

©️ GoArif, সর্বস্বত্ব সংরক্ষিত

Welcome Back!

Sign in to your account

Lost your password?